ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর

প্রকাশিত: ০৬:১৫, ৩০ অক্টোবর ২০১৮

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর

তুরস্কের ইস্তানবুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর চালু করতে যাচ্ছে তুরস্ক। এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তুরস্কের ৯৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার এটি উদ্বোধন করা হয়েছে। ২৯ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার জন্য এই বিমানবন্দর নির্মাণে কাজ করেছে হাজার হাজার শ্রমিক। বছরে ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে আকাশপথে ভ্রমণ করতে পারবে। তবে সোমবার থেকে চালু হলেও এখন সীমিত ফ্লাইট চলাচল করবে এখানে। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে বছরে ২০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে বলে দাবি তুরস্কের। প্রায় ১৯ হাজার একর জায়গার ওপর নির্মিত এই বিমানবন্দরে ৬টি রানওয়ে আছে। গত জুনে এরদোগানকে নিয়ে প্রথম বিমান বিমানবন্দরটিতে অবতরণ করে। ইতোমধ্যে শহর থেকে সেখানে সংযোগ দিতে ৩৭ কিলোমিটার রেললাইন তৈরি করা হয়েছে। বিমানবন্দরের ২ লাখ বর্গমিটার কার্গো সিটি ও সার্ভিস ক্যাম্পাসসহ মোট ১৪ লাখ বর্গমিটার জায়গা শুধু কার্গো পরিবহনের জন্য রাখা হয়েছে যেখানে, একই সঙ্গে ৩৫টি মালবাহী বিমান ওঠা নামা করতে পারবে। এই প্রকল্পকে ঘিরে অনেক মানবাধিকার ও পরিবেশ ইস্যু তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে এক আন্দোলনে কর্মপরিবেশ ও শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে যথাযথ পদক্ষেপ নেই বলে অভিযোগ রয়েছে। -ইয়াহু নিউজ
×