ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেশি ঘুমালে বেশি বেতন

প্রকাশিত: ০৬:১৫, ৩০ অক্টোবর ২০১৮

বেশি ঘুমালে বেশি বেতন

কর্মস্থল কী চায়? কাজের ক্ষেত্রে যাতে আপনি নিজের সেরাটা দেন। কিন্তু কখনও ‘বস’ কি জিজ্ঞেস করেন, আপনার রাতের ঘুম হচ্ছে কি না। বা ঘুমের অভাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন কি না? এমন অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কিন্তু জাপানের একটি কোম্পানি কর্মীদের ঘুমের বিষয় নিয়ে এতটাই চিন্তিত যে, শুনলে অবাকই হবেন। ক্র্যাজি ইনক নামের একটি বিবাহ আয়োজক সংস্থা সবসময় কর্মীদের ঘুম ও স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে। কোম্পানির প্রতিষ্ঠাতা কাজুহিকো মোরিয়ামার বিশ্বাস, কর্মীদের সঠিক ঘুম হলে তবেই তারা কর্মক্ষেত্রে মন খুলে কাজ করতে পারবেন। তাই কোম্পানিতে পর্যাপ্ত ঘুমের জন্য পুরস্কৃত করা হয় কর্মীদের। যেসব কর্মী সপ্তাহে কমপক্ষে পাঁচদিন ছয় ঘণ্টা করে ঘুমান, তাদের নামের পাশে অতিরিক্ত পয়েন্ট যোগ হয়। ভাবতেই পারেন, কর্মীরা কতক্ষণ ঘুমাচ্ছেন, সে খবর কিভাবে রাখবে তার কোম্পানি। এজন্য একটি বিশেষ এ্যাপও তৈরি করা হয়েছে। যার মাধ্যমে রাতে কে কতক্ষণ ঘুমান, তা ট্র্যাক করা হয়! যে পয়েন্টগুলো কর্মীরা পান, তা তাদের কিভাবে কাজে লাগে? কোম্পানির ক্যাফেটেরিয়া থেকে এই পয়েন্ট দেখিয়েই বিনামূল্যে খাবার খেতে পারেন তারা। বছরে আনুমানিক ৪২ হাজার টাকার খাবার মেলে বিনামূল্যে। অর্থাৎ এই কোম্পানিতে কাজ করলে ভাল ঘুমের সঙ্গে খাওয়া-দাওয়াও ফ্রি। কর্মীদের স্বাস্থ্য ভাল রাখতেই এমন উদ্যোগ। ফলে গোটা অফিসে সবার অতিরিক্ত এনার্জি ও উৎসাহ লক্ষ্য করা যায়। শুধু পেশা হিসেবে নয়, প্রত্যেকেই এই কোম্পানিতে কাজ করেন ভালবেসে। তবে এখানেই শেষ নয়, সংস্থার নিয়ম মেনে ছুটি নিয়ে ঘুরতেও যেতে হয় কর্মীদের। কোম্পানির এমন নিয়ম-কানুন শুনে নিশ্চয়ই হিংসে হচ্ছে? হওয়াটা অস্বাভাবিক নয়। উল্লেখ্য, এক সমীক্ষায় দেখা গেছে, জাপানে গত ২০ বছরে ৯২ শতাংশেরও বেশি মানুষের পর্যাপ্ত ঘুমের অভাব রয়ে গেছে। সে কারণেই এমন অভিনব উদ্যোগ ক্র্যাজি ইনকের। যা নিঃসন্দেহে প্রশংসার। -ওয়েবসাইট
×