ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে দুটি বিল পাস

প্রকাশিত: ০৬:১৩, ৩০ অক্টোবর ২০১৮

সংসদে দুটি বিল পাস

সংসদ রিপোর্টার ॥ দশম সংসদ অধিবেশনের সমাপনী দিনেও সোমবার দুটি বিল পাস হয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালে অধ্যাদেশ বলে জারি করা আইনটি রহিত করে প্রথমে পাস হয় ‘কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টস আইন, ২০১৮’। আইনে প্রতারণামূলকভাবে ইনস্টিটিউটের সদস্য দাবি করলে ছয় মাসের কারাদ- ও তিন লাখ টাকা জরিমানা বা উভয় দ-ে দ-িত করার এবং প্রতারণার উদ্দেশ্যে ইনস্টিটিউটের নাম ব্যবহার করলে ছয় মাসের কারাদ- ও দুই লাখ টাকা (সংশোধিত আকারে) জরিমানা বা উভয় দ-ে দ-িত করার বিধান রাখা হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদের ২৩তম বা শেষ অধিবেশনের সমাপনী দিনে এই বিলটি পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর আগে বিলের ওপর আনীত ডাঃ রুস্তম আলী ফরাজীর একটি সংশোধনী গৃহীত হয় অপর সংশোধনী, জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবসমূহ কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসনে রিহ্যাবিলিটেশন ॥ এছাড়া প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে ব্যবহারিক জীবন মানোন্নয়ন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য পাস হয়েছে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন আইন-২০১৮’ বিল নামে নতুন একটি আইন। এই কাউন্সিল চিকিৎসক, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট ও পেশাজীবীদের নিবন্ধন, সনদ প্রদান এবং চিকিৎসার মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করবে। সংসদে বিলটি পাস করার প্রস্তাব করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবসমূহ কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
×