ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলকাতা পুলিশ সার্জেন্টের মহানুভবতা

প্রকাশিত: ০৬:০৭, ৩০ অক্টোবর ২০১৮

কলকাতা পুলিশ সার্জেন্টের মহানুভবতা

জনকণ্ঠ ডেস্ক ॥ চিকিৎসার জন্য যাওয়া ভারতের কলকাতায় বাংলাদেশী রোগীকে টাকা দিয়ে সাহায্য করলেন কলকাতা পুলিশের এক ট্র্যাফিক সার্জেন্ট। রবিবার সকালে বাইপাসের একটি বেসরকারী হাসপাতালের কাছে বছর তেইশের এক যুবককে অনেকক্ষণ ফোন নিয়ে চিৎকার করতে শুনছিলেন কর্তব্যরত দক্ষিণ-পূর্ব ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট গৌতম গুহ। প্রথমে কিছু বুঝতে পারেননি তিনি। পরে সেই যুবকই কিয়স্কের কাছে এসে জানান, তার নাম সাদ্দাম আরেসেন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। কৌসর হোসেন নামে এক বন্ধুকে নিয়ে এ শহরে এসেছিলেন চিকিৎসার জন্য। বন্ধুর কিডনিতে সমস্যা ধরা পড়েছে। কিডনি ট্র্যান্সপ্লান্টের প্রয়োজন। কিন্তু এখন অত টাকা না নিয়ে আসায় চিকিৎসকের পরামর্শ নিয়ে বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু বন্ধু হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়ায় বিপদে পড়েছেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের। ওই যুবক সার্জেন্টকে জানান, হঠাৎ বন্ধুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে বাইপাসের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করাতে হয় ডায়ালিসিসের জন্য। রবিবার সেখান থেকে বন্ধুকে ছাড়িয়ে এনে বাংলাদেশে ফেরার কথা তাদের। কিন্তু তিনি জানতেন না যে রবিবার এ শহরে কোন মানি এক্সচেঞ্জের জায়গা খোলা থাকে না। এদিকে হাসপাতালে বিল বেড়ে চলেছে, হাতেও ডলারের অঙ্ক খুব বেশি নেই। আর তাতেই বিপদে পড়ে হাসপাতালের বাইরে বেরিয়ে ফোন করে বিভিন্ন জনের সঙ্গে কথা বলছিলেন ডলার বদলে টাকা পাওয়ার জন্য। কোন উপায় না বেরোনোয় শেষে পুলিশের কিয়স্ক দেখে এগিয়ে যান সাদ্দাম। দেখা মেলে গৌতম গুহের সঙ্গে। সব শুনে গৌতমবাবু নিজের পরিচিত মানি এক্সচেঞ্জের এজেন্সিতে ফোন করেন। কিন্তু ছুটির দিন হওয়ায় কোন ব্যবস্থা হয়নি। গৌতমবাবু বলেন, ছেলেটিকে জিজ্ঞাসা করে জানতে পারি, তার আট হাজারের মতো টাকা দরকার। যুবকের থেকে সার্জেন্ট জানতে পারেন, এদিনই তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। সন্ধ্যা ৬টার আগেই পেট্রাপোল না পৌঁছলে আর সীমান্ত পেরোতে পারবেন না।
×