ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরমায়েশি রায় ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:০৪, ৩০ অক্টোবর ২০১৮

ফরমায়েশি রায় ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি বলছে বিএনপি। রায়ের পরে দলের পক্ষে দেয়া এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মহাসচিব মির্জা ফখরুল রায়কে প্রত্যাখান করে বলেন, খালেদা জিয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই ফরমায়েশি রায়ে সাজা দেয়া হয়েছে। রায়ের প্রতিবাদের এই সময় তিনি দলীয় কর্মসূচীও ঘোষণা করেন। কর্মসূচী অনুযায়ী আজ মঙ্গলবার বিএনপি দেশের সব জেলা সদর ও মহানগরে বিক্ষোভ করবে। খালেদার জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পর সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং রাজনীতি ও আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনীভাবে সাজা দেয়া হয়েছে। খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সরকার যা বলছে, আদালতের রায়ে তা প্রতিফলিত হয়েছে বলেও অভিযোগ করেন। বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে এখন নিম্ন আদালতে মানুষ আর ন্যায়বিচার পাচ্ছে না। গোটা দেশে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনীতিকে সম্পূর্ণভাবে দূরে ঠেলে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। একদলীয় শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ দেশের মানুষ অতীতেও তা মেনে নেয়নি, এখনও মেনে নেবে না। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা বারবারই বলে আসছেন, যে করেই হোক তারা ক্ষমতায় আসবেন উল্লেখ করেন। বলেন, খালেদা জিয়াকে আরেকটি মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে। মামলার বিচার কাজও একতরফা চলেছে। খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজিরা দিতে পারেনি। কারাগারে তার জন্য আদালত স্থাপন করা হয়। তারপর তার চিকিৎসার ব্যবস্থা না করেই বিচারকাজ চালানো হয়। এখনও তিনি হাসপাতালে আছেন। অসুস্থ অবস্থায়, হাসপাতালে থাকা অবস্থায় কারও বিরুদ্ধে কোন রায় দেয়া আইনবিরোধী। ২ নবেম্বর ঢাকায় ঐক্যফ্রন্টের জনসভা- রিজভী ॥ এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ২ নবেম্বর ঢাকায় জাতীয় ঐক্য ফ্রন্টের জনসভায় অনুষ্ঠিত হবে। ৭ দফা দাবিতে ২ নবেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এই দুই জায়গার যেখানেই অনুমতি পাব সেখানেই আমরা এই জনসভা করব। ঢাকার পর রাজশাহীতে আগামী ৬ নবেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা হবে বলেও উল্লেখ করেন এই সময়। তিনি সংবাদ সম্মেলনে টাঙ্গাইল, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নরসিংদী, খুলনা, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ, নাটোরসহ বিভিন্ন জেলায় গায়েবি মামলায় নেতা-কর্মীদের গ্রেফতার পরিসংখ্যান তুলে ধরেন। বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত সারাদেশে গায়েবি মামলার সংখ্যা ৪ হাজার ২৪৫টি। এতে মোট আসামি করা হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১২ জনকে। গ্রেফতারের সংখ্যা ৫ হাজার ৫৩৭ জন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
×