ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংরক্ষণের নির্দেশ

সংসদ ভবনের মূল নক্সা দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ৩০ অক্টোবর ২০১৮

সংসদ ভবনের মূল নক্সা দেখলেন প্রধানমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নক্সা পর্যবেক্ষণ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দশম জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন স্থপতি লুই আই কানের মূল নক্সাটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এসময় তিনি নক্সা সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিতিতে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভবনের নক্সাটি প্রধানমন্ত্রীর সামনে স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির। তিনি ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নক্সা ও নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। সে সম্পর্কে বিস্তারিত জানান স্থপতি গোলাম নাসির। এ সময়ে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ২০১৬ সালে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনির্ভাসিটির মহাফেজখানা (আর্কাইভ) থেকে পাঠানো নক্সাগুলো হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাষ্ট্র থেকে ৪১টি বাক্সে করে নক্সাগুলো আনা হয়। লুই আই কানের নক্সা ভেঙ্গে সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি স্থাপনা বিভিন্ন সময়ে নির্মিত হয়। মূল নক্সা পাওয়ার পর সেগুলো সরানো হবে বলে এর আগে জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই আই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নক্সা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড এ্যান্ড উইজডমের সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদফতর। নক্সাগুলো পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে থাকায় সরকারের পক্ষ থেকে সেখানেও যোগাযোগ করা হয়।
×