ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামায়াতের নিবন্ধন অবশেষে বাতিল, ইসির প্রজ্ঞাপন

প্রকাশিত: ০৬:০০, ৩০ অক্টোবর ২০১৮

জামায়াতের নিবন্ধন অবশেষে বাতিল, ইসির প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। সোমবার ইসি সচিব হেলালুদ্দিন আহমদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জামায়াতের নিবন্ধন আনুষ্ঠানিক বাতিল করা হলো। এর আগে ইসি থেকে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করা হলেও তা প্রজ্ঞাপন আকারে জারি করা হয়নি। তবে এতদিন আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বাতিল করা না হলেও আদালতের রায়ের পর জামায়াত দলীয় ব্যানারের কোন নির্বাচনে অংশ নিতে পারছে না। আগমী দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই প্রজ্ঞাপনের ফলে এখন জামায়াত আনুষ্ঠানিকভাবে ইসির নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ল। ইসির নিবন্ধনের শর্ত অনুযায়ী শুধুমাত্র নিবন্ধিত দলের সদস্যরা দলীয় ব্যানারে অংশ নিতে পারবেন। এর বাইরে কোন দল তার দলীয় পরিচয়ে অংশ নিতে পারবে না। যদিও জামায়াত ২০ দলের ব্যানারে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে জামায়াতের কেউ ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশ না নিতে পারে সে বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তবে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে জামায়াত দলীয় ব্যানারে আর নির্বাচন অংশ নিতে পারবে না। তবে ওই দলের কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে। তাদের স্বতন্ত্র প্রার্থী হওয়া ঠেকাতে ইসিতে কোন আইন নেই। আইন হলে এ বিষয়ে তারা পদক্ষেপে নিতে পারবেন। সোমবার জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালত দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুসারে দলটির নিবন্ধন স্থগিত করা হয়ছে। কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সই করা গেজেটে বলা হয়েছে, যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের অনুচ্ছেদ ৯০ এইচ এর শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে নিবন্ধন দেয়া হয়েছিল, যেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের নং ৬৩০ (২০০৯) রায়ে মহামান্য আদালত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের রিট পিটিশনের রায়ে মহামান্য আদালত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করায় সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ ৯০ এইচের সাব ক্লজ (৪) অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর (নিবন্ধন নং ০১৪; তারিখ ৪.১১.২০০৮) নিবন্ধন বাতিল করা হলো। ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা প্রজ্ঞাপন জারি করেছি। হাইকোর্টের নির্দেশে যেহেতু বাতিল রায় পেতে সময় লেগেছে। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে এটা বাতিল করা হয়েছে।
×