ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:২২, ৩০ অক্টোবর ২০১৮

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দিনের বড় পতন কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৪২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ৯ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছিল। কিন্তু চীনা কনসোর্টিয়ামের কাছে শেয়ার বিক্রির টাকার কর ছাড়ের পরিপত্র জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রকাশের খবর সামনে আসাতেই বাজারের চিত্র পাল্টে যায়। দিনশেষে সূচক ও লেনদেন বৃদ্ধি দিয়ে দিন শেষ হয় পুুঁজিবাজারে। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে। ডিএসইতে এই দিন সামবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানির ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ২ হাজার ২৭৫ বারে ১৬ লাখ ৪৯ হাজার ৬০৭টি শেয়ার লেনদেন করেছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড। কোম্পানির ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩ হাজার ৫৫২ বারে ৫ লাখ ৯ হাজার ৪৯২টি শেয়ার লেনদেন করেছে। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইনটেক লিমিটেড। কোম্পানির ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ পেনিনসুলা চিটাগং, সায়হাম টেক্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, নুরানি ডাইং, বিবিএস ক্যাবলস, গ্রামীণফোন ও সামিট পাওয়ার লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
×