ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩২৭ মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

প্রকাশিত: ০৪:২০, ৩০ অক্টোবর ২০১৮

৩২৭ মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ অক্টোবর ॥ আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে সদর উপজেলায় ৩২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম বাবলু। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিনামূল্যে চক্ষুচিকিৎসা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৯ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামূড়া এলাকায় হাজী মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কলামিস্ট ও গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি (ডিএওয়ান) ফরিদুল হক, বর্তমান সভাপতি সাজেদুর রহমান, সাবেক সভাপতি লায়ন হরে রাম দাস, লায়ন মারুফ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ভুঁইয়া, লায়ন শামীম মাহবুব, আল রাফি হাসপাতালের পরিচালক আব্দুল মতিন প্রমুখ।
×