ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে আবাসিক হোটেলে নারীকে গণধর্ষণ

প্রকাশিত: ০৪:১৯, ৩০ অক্টোবর ২০১৮

পার্বতীপুরে আবাসিক হোটেলে নারীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ২৯ অক্টোবর ॥ শহরের একটি আবাসিক হোটেলে এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত হোটেল ম্যানেজার নুর ইসলামকে পুলিশ গ্রেফতার কওে হোটেলটি সিল করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১ টায় । ওই রাতেই পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের হয়েছে সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । ধৃত নুর ইসলাম পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার বিষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত মোসলেউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ধর্ষিতার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কলাকাটার চরে। তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে, অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না। লোকমুখে শুনে ছোট ভাইকে সঙ্গে নিয়ে মহিলাটি পার্বতীপুরের পার্শ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগরে একজন হোমিও ডাক্তারের নিকট মায়ের জন্য ওষুধ নিতে আসে। ওষুধ নিয়ে শনিবার রাত ৯ টার দিকে পার্বতীপুর রেলস্টেশনে আসে। কুড়িগ্রাম যাওয়ার ট্রেন রাত ৩ টায় হওয়ায় মহিলাটি তার ভাইকে নিয়ে স্টেশন সংলগ্ন পার্বতীপুর শহরের নতুন বাজারে শহীদ মিনার রোডে ডিলাক্স নামে একটি আবাসিক হোটেলে ওঠে। সুযোগ বুঝে রাত ১১ টার দিকে হোটেল ম্যানেজার নুর ইসলাম ও জনৈক মামুনুর রশিদ মেয়েটিকে একটি রুমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।
×