ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইলিশের জীবন রহস্য উন্মোচনকারীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১৯, ৩০ অক্টোবর ২০১৮

ইলিশের জীবন রহস্য উন্মোচনকারীদের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা ॥ ইলিশের জীবন রহস্য উন্মোচনকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চার বিজ্ঞানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে ওই সংবর্ধনার আয়োজন করে মাৎস্যবিজ্ঞান অনুষদ। জানা যায়, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অদ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর। এছাড়াও অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধন প্রাপ্তরা হলেন, ইলিশের জীবনরহস্য উন্মোচনকারী গবেষক দলের প্রধান ফিসারিজ বায়োলজি এ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. সামছুল আলম, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বজলুর রহমান মোল্যা, ফিসারিজ বায়োলজি এ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. গোলাম কাদের খান এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম। বেনাপোলে ৯ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বন্দরনগরী বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে। পুলিশ জানায়, আটককৃতরা এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
×