ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে দলীয় নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

প্রকাশিত: ০৪:১৭, ৩০ অক্টোবর ২০১৮

রাবিতে দলীয় নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

রাবি সংবাদদাতা ॥ ভর্তি জালিয়াতি বিষয়ে অডিওবার্তা ফাঁসের পর সংবাদ মাধ্যমে দুই জনের নাম প্রকাশের জেরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। সোমবার দুপুরে বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে এ ঘটনা ঘটে। মারধরের শিকার তারেক আহমেদ খান শান্ত বিশ^বিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এবং মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। গত ১৩ অক্টোবর রাবির ভর্তি জালিয়াতির চুক্তি নিয়ে ফাঁস হওয়া একটি অডিও বার্তা কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। তাতে মারধরের শিকার ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্তর জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এসময় সাংবাদিকদের তিনি অভিযোগ করেন মারধারকারী হাসিবুল ও কাওসারের যোগসাজেশে তাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার জেরে এই ছাত্রলীগ নেতাকে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চারুকলার অনুষদ এলাকায় একটি খাবারের দোকানের সামনে অবস্থান করছিলেন ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খান শান্ত। এসময় মোটর বাইকে করে হাসিবুল হাসান ও কাউসার ইসলামসহ কয়েকজন ছাত্রলীগ নেতা আসে। এসময় ছাত্রলীগ নেতা শান্তর সঙ্গে হাসিবুল ও কাউসারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চ্যালা কাঠ দিয়ে শান্তকে মারধর শুরু করে তারা। পরে মারধরকারীরা বাইকে করে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর শান্তকে উদ্ধার করে বিশ^বিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অর্থোপোডিক্স বিভাগের ডাক্তার এসএম আসজাদ হাসান আশরাফ জানান, ছাত্রলীগ নেতা শান্তর পায়ের মাংস থেঁতলে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রামেকে পাঠানো হয়েছে।
×