ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মাত্র ২ হাজার টাকার জন্য গৃহবধূ খুন

প্রকাশিত: ০৪:১৬, ৩০ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলে মাত্র ২ হাজার টাকার জন্য গৃহবধূ খুন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৯ অক্টোবর ॥ মাত্র দুই হাজার পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন এক গৃহবধূ। হত্যার পর লাশ গুম করতে তাকে ঘরের ভেতর মাটিচাপা দিয়ে রাখা হয়। রবিবার রাতে এ ঘটনা ঘটে বাসাইলের পূর্ব বেপারী পাড়ায়। নিহত গৃহবধূর নাম ঝর্ণা রানী দাস (৪৮)। সোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আনিচুর রহমান জানান, বাসাইলের রায়বাড়ির সুনিল দাসের স্ত্রী ঝর্ণা রানী দাস বেপারী পাড়ার সাহাদতের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ব্যবসা সংক্রান্ত দুই হাজার ১০০ টাকা পেতেন। রবিবার সকালে পাওনা টাকা চাইতে যান তিনি। অভিযোগ উঠেছে ঝর্ণা রানীকে কৌশলে ঘরের ভেতর নিয়ে মনোয়ারা ও তার আত্মীয় উজ্জল ইসলাম শ্বাসরোধ করে হত্যার পর ওই ঘরেই মাটিচাপা দিয়ে রাখে। তার আগে ঝর্ণার পরনে থাকা স্বর্ণালঙ্কার খুলে তা স্থানীয় বাজারে ২৫ হাজার টাকায় বিক্রি করে। ঝর্ণা বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা বার বার মনোয়ারার বাড়িতে আসতে থাকে। প্রতিবারই তাদের বলে দেয়া হয় তিনি ওই বাড়িতে আসেননি। রবিবার রাত ১১টার দিকে পুলিশ মনোয়ারার ঘরের মাটি খুঁড়ে নিহত ঝর্ণার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মনোয়ারা বেগম ও উজ্জল ইসলামকে গ্রেফতার করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। নওগাঁয় নৈশপ্রহরী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারের নৈশপ্রহরী সাদাপুর ডাংগাপাড়া গ্রামের ঝড়ু ম-লের ছেলে আনছার আলী (৫৫) খুন হয়েছে। কে বা কারা তাকে খুন করে খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব কোণে ফেলে রেখে যায়। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আনছার আলীর বড় ছেলে বাবু বলেন, আমার বাবা প্রতিদিনের ন্যায় রবিবার সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে খড়িবাড়ী বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালনের জন্য যায়। আসার কথা পরদিন সকাল ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে। কিন্তু সকালেই খড়িবাড়ী বাজারের একজন মোবাইলে আমার বাবার লাশ খড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে পড়ে থাকার কথা বলেন। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। বাজারের অপর নৈশপ্রহরী খয়বর আলী বলেন, আমি আনছারকে প্রতিদিন দেখতে পাই। কিন্ত কাল রাতে তাকে দেখতে পাইনি। আমি সন্ধ্যায় খড়িবাড়ী বাজারে এসে প্রথমে রাত পৌনে ১টা পর্যন্ত ঘুমাই। তখন আরেকজন দায়িত্ব পালন করে। ১টার পর আমি দায়িত্ব পালনের জন্য উঠি আর দায়িত্ব পালন শুরু করি। তখনও আনছারকে আমি দেখতে পাইনি। সকালে সবার সঙ্গে আমিও মৃত অবস্থায় দেখতে পাই। আড়াইহাজারে গৃহকর্মী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় জরিনা আক্তার জরি (২৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, সকালে বাথরুমের ভেতরে জরিনা আক্তার জরির লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, জরিকে হত্যা করা হয়েছে। তবে গৃহকর্তা মজিবুর রহমান জানান, দীর্ঘ সাড়ে আট বছর ধরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের ছিদ্দিকের মেয়ে জরিনা আক্তার জরি বাড়িতে কাজ করছে। ঘটনার দিন তার স্ত্রী খাদিজার তাকে বকাঝকা করায় সে টয়লেটের হ্য্াঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
×