ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিমলায় দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

প্রকাশিত: ০৪:১৫, ৩০ অক্টোবর ২০১৮

ডিমলায় দুর্ঘটনায় মা নিহত, ছেলে আহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় ডিমলা উপজেলায় সাজেদা বেগম (৫৩) নিহত হয়েছে। আহত হয় নিহত সাজেদা বেগমের ছেলে মোটরসাইকেল চালক সাজেদুল ইসলাম। সোমবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার নাউতারা সর্দারহাট সড়কের বকুলতলায়। নিহত সাজেদা ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা লিটন ইসলামের স্ত্রী। জানা গেছে সাজেদা বেগম উপজেলার ঝুনাগাছচাঁপানী গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন সেখান হতে মাকে নিজ বাড়িতে মোটরসাইকেলযোগে নিয়ে আসছিল ছেলে। পথে বকুলতলায় সড়কের ওপর দৌড়ে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা খেলে মা-ছেলে সড়কের ওপর উল্টে পড়ে। পথচারীরা ডিমলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন দুপুর দেড়টায় সাজেদা বেগমের মৃত্যু হয়। চরফ্যাশনে যাত্রী নিজস্ব সংবাদদাতা চরফ্যাশন থেকে জানান, ভোলার চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের পানির কলের দক্ষিণে নুরুল ইসলাম মিয়ার বাড়ির সামনের সড়কে সোমবার দুপুরে বালুর ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহত তিন জনকে শেবাচিমে পাঠানো হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে চরফ্যাশন থেকে যাত্রবাহী ইজিবাইক শশীভূষণ যাচ্ছিল। বিপরীত দিক থেকে বালু ভর্তি ট্রাক এসে ইজিবাইককে চাপা দেয়। এতে পৌর সভা ৮নং ওয়ার্ডের সামছল হকের পুত্র আল-আমীন (২০) নিহত হয়। আহত হয় জিন্নাগড়ের শাহে আলম, দক্ষিণ আইচার রুনা বেগম, দুলারহাটের অলি উদ্দিন, ইউনুছ ও মাকসুদ। ভালুকায় মিল শ্রমিক নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ভালুকা উপজেলার ভরাডোবা এক্সপেরিয়েন্স মিলস লিমিটেডের ভেতরে ড্রামট্রাকের চাপায় মিল শ্রমিক আনোয়ার হোসেন (২২) নিহত হয়েছে । জানা যায়, রবিবার রাতে মিলের ভেতরে ওই ট্রাক থেকে মাল নামানোর সময় অনবধানবশত সে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে মারা যায়। নিহত আনোয়ার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হরিরচর গ্রামের ইয়াছিন আলীর পুত্র। সে ওই মিলে দৈনিক হাজিরার ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করত ।
×