ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহিলা সমিতি মঞ্চে প্রাঙ্গণেমোরের রবীন্দ্র নাট্য উৎসব

প্রকাশিত: ০৩:৫২, ৩০ অক্টোবর ২০১৮

মহিলা সমিতি মঞ্চে প্রাঙ্গণেমোরের রবীন্দ্র নাট্য উৎসব

স্টাফ রিপোর্টার ॥ মহিলা সমিতির মঞ্চে রবীন্দ্রনাথের রচনা অবলম্বনে ‘রবীন্দ্রনাথে পাঁচদিন প্রাঙ্গণেমোর’ শিরোনামে পাঁচটি নাটক নিয়ে রবীন্দ্র নাট্য উৎসব করতে যাচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদল। আগামী ২ নবেম্বর থেকে ৬ নবেম্বর মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হবে। এ আয়োজনের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রখ্যাত নির্দেশক সৈয়দ জামিল আহমেদ। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিএলসি ব্যাংকের সিইও আরিফ খান। জানা গেছে, প্রাঙ্গণেমোর নাট্যদলের আয়োজনে আগামী ২-৬ নবেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টায় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নির্মিত পাঁচ নাটকের প্রদর্শনী হবে । এতে অনন্ত হীরার নির্দেশনায় একটি এবং নূনা আফরোজের নির্দেশনায় চারটি নাটকের মঞ্চায়ন হবে। রাজধানীর বেইলি রোডে নবনির্মিত মহিলা সমিতি মঞ্চে রবীন্দ্রনাথের পাঁচ নাটক মঞ্চায়ন প্রসঙ্গে নির্দেশক ও অভিনেত্রী নূনা আফরোজ বলেন, মহিলা সমিতি আমাদের ঐতিহ্যবাহী মঞ্চ যেখানে বাংলাদেশের নাট্যচর্চা বেড়ে উঠেছে, বিকশিত হয়েছে। সেই মহিলা সমিতি আবার দীর্ঘ বিরতির পর চালু হলেও এখন পর্যন্ত নিয়মিত প্রদর্শনী হচ্ছে না বা দর্শকও অভ্যস্ত হয়ে উঠছে না। তাই মহিলা সমিতিকে জমিয়ে তোলা আমাদের দায় মনে করেছি। রবীন্দ্রনাথের নাটক দিবসভিত্তিক আয়োজনের বৃত্তে বন্দী থাকুক এমনটা চান না নূনা আফরোজ। তিনি বলেন, আমাদের যেহেতু পাঁচটি রবীন্দ্র প্রযোজনা রয়েছে তাই ভাবলাম রবীন্দ্র নাটক নিয়ে একটা বিশেষ আয়োজন করি না কেন। তাছাড়া রবীন্দ্রনাথের নাটক বিশেষ দিবসে আটকে থাকবে তা আমরা কখনই মনে করি না। আমরা প্রাঙ্গণেমোর সারা বছরই রবীন্দ্রনাথের নাটক করি। তাই তো এই বিশেষ আয়োজন। তিনি আরও বলেন, আমরা মনে করি প্রাঙ্গণেমোরের সবচেয়ে বড় শক্তি দর্শক। সেই শক্তির জোরেই আমরা থিয়েটার করি, থিয়েটার করব। কোথায় করব সেটা বড় কথা নয়। কেননা যেখানেই করি আমাদের সঙ্গে আছে আমাদের দর্শকরা। সেই দর্শকদের জন্যই আমাদের এই নাট্য উৎসব। উৎসবে এবার এক সঙ্গে পাঁচটি রবীন্দ্র নাটক উপভোগ করতে পারবেন দর্শকরা। আগামী ২ নবেম্বর ‘শেষের কবিতা’, ৩ নবেম্বর ‘শ্যামাপ্রেম, ৪ নবেম্বর ‘আমিও রবীন্দ্রনাথ’, ৫ নবেম্বর ‘রক্তকরবী’ এবং ৬ নবেম্বর ‘স্বদেশী’ নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে ‘শ্যামা’ নৃত্যনাট্য অবলম্বনে নাটক ‘শ্যামাপ্রেম’ নাট্যরূপ ও নির্দেশনা অনন্ত হিরা। ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে নাটক ‘স্বদেশী’ নাট্যরূপ ও নির্দেশনা নূনা আফরোজ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এবং নূনা আফরোজ নির্দেশিত ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চস্থ হবে।
×