ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৩:৪৯, ৩০ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

মৃত্যুর আগেই সমাধি তৈরি মৃত্যুর পরে আপনার কবর কোথায় হবে, সেটি কি কখনও ভেবেছেন? তাঞ্জানিয়ার নজোম্বের বাসিন্দা অ্যান্টন মান্দুলানি সেটা চিন্তা করে নিজের এবং তার তিন স্ত্রীর জন্য এর মধ্যেই সমাধি তৈরি করে রেখেছেন। অথচ তার সমাজে মৃত্যুর বিষয়টি নিয়ে খুব একটা কথা বলা হয় না। তাই মান্দুলানি চান, তার সমাজের লোকজনকে মৃত্যুর পর যেভাবে স্মরণ করা হয়, তার ক্ষেত্রে যেন সেটা ব্যতিক্রমী হয়। বাইরে থেকে নির্মাণ কাজের ধরন দেখে মনে হবে যেন কোন বাড়ি বানানো হচ্ছে, তবে ভেতরের চিত্র যে কাউকে চমকে দেবে। সেখানে রয়েছে ১২ মিটার গভীর একটি সমাধি, যা হবে অ্যান্টন মান্দুলানি এবং তার তিন স্ত্রীর মৃত্যুর পরের ঠিকানা। আট বছর ধরে এই সমাধির কাজ চলছে, যা অ্যান্টনের সারাজীবনের স্বপ্ন। অ্যান্টন মান্দুলানি বলছেন, আমি এই সমাধি তৈরির সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি চাই না মানুষ আমাকে ভুলে যাক। সব মিলিয়ে এখানে এক হেক্টর জায়গা আছে, যেখানে আমি এবং আমার তিন স্ত্রীর সমাধি হবে। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যত প্রজন্ম এখান থেকে জানতে পারবে, আমি এই পরিবারের জন্য কি ছিলাম। তার ইচ্ছা অনুযায়ী, মৃত্যুর পরে মান্দুলানি এবং তার স্ত্রীদের এই স্থানে কবর দেয়া হবে। সংবাদদাতার কথা হয় তার বড় স্ত্রী ডামিয়ানা উইকেচর সঙ্গে। তিনি বলছেন, আমার মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, তিনি চমৎকার একটি কাজ করেছেন। মৃত্যুর পরে নিজের থাকার জায়গাটি তিনি নিজেই তৈরি করে নিচ্ছেন। -বিবিসি
×