ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ডানপন্থী বোলসোনারো

প্রকাশিত: ০৩:৪৮, ৩০ অক্টোবর ২০১৮

ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ডানপন্থী বোলসোনারো

নাটকীয়তা ও গভীরভাবে বিভক্তি সৃষ্টিকারী এক নির্বাচনের পর ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে একজন উগ্রডানপন্থী পপুলিস্ট নেতাকে নির্বাচিত করেছেন ব্রাজিলবাসী। যাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনী কর্তৃপক্ষ রবিবার জানিয়েছেন, ৯৯ দশমিক ৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে সাবেক প্যারাট্রুপার জেইর বোলসোনারো (৬৩) ৫৫ দশমিক এক শতাংশ ভোট পেয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী ফার্নান্দো হাদ্দাদ পেয়েছেন ৪৪ দশমিক আট শতাংশ ভোট। খবর গার্ডিয়ানের। রিও ডি জেনিরো শহরের নিজ বাড়ি থেকে এক ভিডিও সম্প্রচারে বোলসোনারো ঈশ্বরকে ধন্যবাদ দেন এবং দেশ থেকে দুর্নীতিকে পুরোপুরি বন্ধের অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা সাম্যবাদ নিয়ে আর চলতে পারছি না। আমরা ব্রাজিলের জনগণের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি। বোলসোনারো তার নির্বাচনী প্রচারাভিযানের সময় দুর্নীতি, অপরাধ ও সাম্যবাদী হুমকির বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালান। পরাজিত ওয়ার্কার্স পার্টির (পিটি) প্রার্থী হাদ্দাদ তাকে ভোট দেয়া চার কোটি ৫০ লাখ ভোটারের প্রতি আশা না হারানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা দৃঢ়তা ও সাহসের সঙ্গে আপনাদের কথা মনে রাখব। এই দেশের জন্য আমাদের কাছে একটি প্রতিজ্ঞা রয়েছে আর তা হল আমরা আমাদের দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারি না। ইতালির উগ্র-ডানপন্থী নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি টুইটারে বোলসোনারোকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, এমনকি ব্রাজিলের নাগরিকরা বামদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ফল ঘোষণার খবর আসতে থাকায় বোলসোনারোর রিও ডি জেনিরো শহরের সৈকতলাগোয়া বাড়ির সামনে উপস্থিত জনতার মধ্যে বিজয় উল্লাস ছড়িয়ে পড়ে। উৎফুল্ল জনতার মধ্যে রাফায়েল গোমেজ (৩৪) নামের এক বিক্রেতা বলেন, এটি বিস্ময়কর। এটি একটি অনন্য অনুভূতি। আমি আমার ছেলের জন্য ভাল ভবিষ্যত, ভাল স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ এমন কিছু দেখতে পাচ্ছি যার জন্য আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করেছি। তিন দশকের রাজনীতিতে বোলসোনারো কালো, সমকামী, আদিবাসী ব্রাজিলিয়ান ও নারীদের প্রতি বিরূপ মন্তব্যের জন্য নিন্দিত হয়ে আসছেন। পাশাপাশি তিনি ব্রাজিলের এক নায়কদের প্রশংসা করে থাকেন। যার মধ্যে একজন রয়েছেন যিনি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্রাজিল শাসন করেছেন। ব্রাজিলের রাজনৈতিক কলামিস্ট সেলসো রোকা দে ব্যারোস নির্বাচনী রাতে পিয়ুই ম্যাগাজিনে লেখা এক ওয়েবকাস্টে বলেন, চরমপন্থীরা ব্রাজিলে জিতেছে। ব্রাজিলে এখন বিশ্বের যেকোন গণতান্ত্রিক দেশের থেকে আরও চরমপন্থী প্রেসিডেন্ট রয়েছে। কী ঘটতে চলেছে তা আমরা জানি না। রিওভিত্তিক সাংবাদিক ক্লোভিস সেন্ট-ক্লেয়ার জানান, তিনি আশঙ্কা করছেন যে ব্রাজিলের তরুণ গণতন্ত্র এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। এটি একটি অবিশ্বাস ও সংশয়ের মুহূর্ত। ক্লোভিস বোলসোনারোর অননুমোদিত জীবনী লিখেছেন। তিনি বলেন, বোলসোনারোর ভোটাররা ভোট দিয়েছেন বিশেষ করে পিটির ১৩ বছরের ক্ষমতাকালীন সময়ে অসঙ্গতি দূর করার জন্য। পিটি অনেক ভাল কাজ করেছে। তার মধ্যে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ছিল অন্যতম। যা শুরু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ক্লোভিস বোলসোনারোকে পুলিশের দমনাভিযান ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি মনোযোগ দেয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, যদি তিনি তার সব প্রতিশ্রুতির কথা মনে রেখে তা অনুসরণ করেন তাহলে বেশিরভাগ ব্রাজিলিয়ানদের জীবন ধারণ করা খুব কঠিন হয়ে পড়বে।
×