ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জড়িতদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র ;###;সৌদি প্রসিকিউটর তুরস্কে

খাশোগি হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে

প্রকাশিত: ০৩:৪৮, ৩০ অক্টোবর ২০১৮

খাশোগি হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে

কনস্যুলেটের ভেতর সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে মেরে ফেলার ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব বলেছেন, খবর ইয়াহু নিউজ। সৌদি রাজপরিবারের বেশকিছু নীতির সমালোচক খাশোগি গতবছর থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। ওয়াশিংটন পোস্টের এ কলামনিস্ট এ মাসের শুরুতে ব্যক্তিগত কাজে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন। এরপরই তাকে মেরে ফেলা হয় বলে ধারণা তুরস্কের কর্মকর্তাদের। সৌদি আরব প্রথমদিকে খাশোগিকে হত্যার অভিযোগ উড়িয়ে দিলেও সম্প্রতি তারা রাজপরিবারের সমালোচক এ সাংবাদিককে কনস্যুলেটের ভেতরে ‘পূর্বপরিকল্পনা মাফিক’ খুন করা হয় বলে স্বীকার করেছে। এ ঘটনা পশ্চিমা মিত্রদের সঙ্গে রিয়াদের সম্পর্কের অবনতি ঘটিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে খাশোগি হত্যাকা-ের কথা স্বীকার করার পাশাপাশি ১৮ জনকে গ্রেফতার ও পাঁচ উর্ধতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকা- হয়েছে বলে অনেকে ধারণা করলেও রিয়াদ এ ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ ঘটনার সবটুকু জানতে চান। যুক্তরাষ্ট্র দায়ীদের ছাড় দেবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। সৌদি আরবের দিকে আঙ্গুল তুললেও দেশটিকে এখনও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই অভিহিত করেছেন ম্যাটিস। অঞ্চলজুড়ে ইরানের প্রভাব বাড়ার বিষয়েও সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তেহরানকে ঠেকাতে আরবদের মধ্যে ঐক্যের ওপরও জোর দিয়েছেন তিনি, এজন্য সৌদি আরবসহ অন্য দেশগুলোকে কাতারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতেও পরামর্শ দিয়েছেন ম্যাটিস। বাহরাইনে অনুষ্ঠিত এ নিরাপত্তা সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল- জুবেইর বলেছেন, খাশুগজি হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শাস্তি সৌদি আরবই দেবে। ঘটনার তদন্তে বেশকিছু সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। খাশোগি হত্যাকা-ে আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন জুবেইর। ওয়াশিংটনের সঙ্গে তার দেশের ‘লৌহদৃঢ়’ সম্পর্ক বলবৎ আছে বলেও মন্তব্য তার। ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার তদন্তে নেতৃত্ব দেয়ার জন্য সৌদি সরকারী প্রসিকিউটর রবিবার রাতে তুরস্ক পৌঁছেছেন বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু সোমবার জানিয়েছে। আশা করা হচ্ছে, তিনি ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। এর আগে শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছিলেন, দুই প্রসিকিউটরের আলোচনার ফলকে তুর্কীরা মূল্য দেয়। তবে তাদের বৈঠকের সময়টি স্পষ্ট করা হয়নি। আনাদোলু জানিয়েছে, সৌদি প্রসিকিউটর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটও পরিদর্শন করবেন। যেখানে তিন সপ্তাহ আগে খাশোগি নিহত হয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি সৌদি আরবের যুবরাজের কট্টর সমালোচক ছিলেন। তার হত্যার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদিকে সঙ্কটের মধ্যে ফেলে দেয়।
×