ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা সিতোলিনার

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ অক্টোবর ২০১৮

 ডব্লিউটিএ ফাইনালসের শিরোপা সিতোলিনার

স্পোর্টস রিপোর্টার ॥ গতবার ইউক্রেনের প্রথম খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ ফাইনালস আসরে খেলেছিলেন এলিনা সিতোলিনা। সেবার বিশ্বসেরা সিমোনা হ্যালেপকে হারিয়ে দিলেও সেমিতে উঠতে পারেননি। তখন না পারলেও এবার দ্বিতীয়বার অংশ নিয়েই পেরেছেন। প্রথম ইউক্রেনিয়ান হিসেবে মৌসুম শেষের এ মর্যাদার আসরের শিরোপা জিতেছেন তিনি। রবিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে তিনি ২ ঘন্টা ২৩ মিনিটে ৩ সেটের লড়াইয়ের পর ৩-৬, ৬-২, ৬-২ সেটে হারিয়ে দেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্সকে। এবার গ্রুপপর্ব থেকেই দুরন্ত সিতোলিনা হলেন অপরাজিত চ্যাম্পিয়ন। পেত্রা কেভিতোভা, ক্যারোলিনা পিসকোভা ও ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে সেমিতে উঠে পরাস্ত করেন ফর্মের তুঙ্গে থাকা হল্যান্ডের কিকি বার্টেন্সকে। তবে ফাইনালে এসে প্রথম সেটেই হেরে যান স্টিফেন্সের কাছে। স্টিফেন্সও অপরাজেয় থেকেই উঠে এসেছিলেন ফাইনালে। তিনি সেমিতে পিসকোভা এবং গ্রুপপর্বে এ্যাঞ্জেলিক কারবার, বার্টেন্স ও নাওমি ওসাকাকে হারিয়েছিলেন। কিন্তু ফাইনালে প্রথম সেটেই দুর্দান্ত সূচনা করার পরও বাকি দুই সেটে বিপর্যস্ত হয়েছে সিতোলিনার কাছে। এর আগে দু’জনের ৩ বারের মোকাবেলায় স্টিফেন্স ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন।
×