ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কার্ডিফ সিটিকে হারিয়ে লীগ টেবিলের শীর্ষে অলরেডরা

লিভারপুলের জয়, তৃপ্ত ক্লপ

প্রকাশিত: ০৬:৫১, ২৯ অক্টোবর ২০১৮

 লিভারপুলের জয়, তৃপ্ত ক্লপ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে জয়রথ ছুটছে লিভারপুলের। শনিবার কার্ডিফ সিটির বিপক্ষেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। নিজেদের মাঠে লিভারপুল এদিন ৪-১ গোলে পরাজিত করেছে কার্ডিফ সিটিকে। সেই সঙ্গে মৌসুমের প্রথম ১০ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্গেন ক্লপের দল। লিভারপুল ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে ব্রাইটন, বোর্নমাউথ এবং ওয়াটফোর্ড। তবে ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করেছে প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার পর্যন্ত তিনটি দল এখনও পরাজয়ের স্বাদ দেখেনি। তাদের একটি লিভারপুল। প্রথম ৯ ম্যাচ খেলে ৭ জয় আর দুই ড্রয়ের ফলে ২৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে থেকেই কার্ডিফ সিটির বিপক্ষে খেলতে নামে লিভারপুল। এনফিল্ডে ম্যাচ শুরুর ১০ মিনিটেই প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেয়ার কাজটা করেন মোহাম্মদ সালাহ। ঘরের মাঠে লীগের ২৪ ম্যাচ থেকে এটা তার ২৩ গোল। এই সময়ে সতীর্থদের দিয়ে ১০ গোল করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সবধরনের প্রতিযোগিতায় ৩৫ ম্যাচ থেকে এটা সালাহর ৩৩তম গোল। মিসরীয় ফরোয়ার্ড সালাহর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে জার্গেন ক্লপের দল। ৬৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। তবে হাল ছাড়েনি কার্ডিফ সিটি। যার ফলও পায় তারা। ৭৭ মিনিটেই গোল করে সফরকারীদের ম্যাচে ফেরার ইঙ্গিত দেন পাটেরসন। এর ফলে ৯১৮ মিনিট পর প্রথম লীগে প্রতিপক্ষের কোন গোল হজম করল লিভারপুল। তবে গোল খেয়ে আরও বেশি জ্বলে ওঠে ক্লপের শিষ্যরা। তার ফলটাও দেখা যায় খুব দ্রুত। শেষের দিকে মাত্র তিন মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ায় লিভারপুল। ৮৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন জার্দান শাকিরি। আর ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করে লিভারপুলকে বড় জয় নিশ্চিত করেন সাদিও মানে। সাদিও মানের গোল মানে লিভারপুলের জয়। সেটা আরও একবার প্রমাণিত। অলরেডদের হয়ে ১৯ ম্যাচে গোল করেছেন মানে, আর এই সবগুলো ম্যাচেই জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের ফলে মৌসুমের প্রথম ১০ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ২৬ পয়েন্ট। অর্থাৎ কমপক্ষে ৪৮ ঘণ্টার জন্য হলেও লীগ টেবিলে এককভাবে শীর্ষে থাকছে লিভারপুল। কেননা এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির খেলা যে আজ।
×