ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এই কোহলি সত্যি অবিশ্বাস্য

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ অক্টোবর ২০১৮

 এই কোহলি সত্যি অবিশ্বাস্য

শাকিল আহমেদ মিরাজ ॥ বিরাট কোহলি রান মেশিন, এটা এখন সবাই জানেন। তিনি কি করতে পারেন, অবলীলায় রেকর্ডবইয়ের পাতা এলোমেলো করে দিতে কতটা ওস্তাদ, সেটি নিয়েও বোধহয় প্রশ্ন নেই। কোহলি আসলে কী পারেন না? সেটাই হতে পারে আলোচনার বিষয়। পরশু পুনেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়া তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। প্রথম কোন অধিনায়ক হিসেবে সিরিজে টানা তিন সেঞ্চুররিতে গড়েছেন নতুন ইতিহাস। তবে পরে ব্যাট করে কোহলি সেঞ্চুরি পেয়েছেন আর তার দল হেরে গেছে এমন উদাহরণ খুব বেশি নেই। মাত্র ২৯ বছর বয়স। দশ বছরের ক্যারিয়ারে এটি তার ৩৮তম সেঞ্চুরি, টেস্ট মিলিয়ে সংখ্যাটা ৬২। সাবেক পাকিস্তান স্পিডস্টার শোয়েব আখতার তো বলেই দিয়েছেন, ক্যারিয়ার শেষে কোহলির নামের পাশে ১২০টি সেঞ্চুরি না দেখলেই বরং তিনি বেশি আশ্চর্য হবেন। সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ১৪০, অপরাজিত ১৫৭ ও ১০৭ রানের ইনিংস। এর আগে বিশ্বের কোন ‘অধিনায়ক’ একদিনের ফরমেটে টানা তিনটি সেঞ্চুরি করতে পারেননি। সেদিক দিয়ে এটা নতুন রেকর্ড, নতুন ইতিহাস। চলতি বছরে ওয়ানডতে ষষ্ঠ সেঞ্চুরি করে ফেললেন কোহলি। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ভারতের রোহিত শর্মার রয়েছে চারটি করে সেঞ্চুরি। এ বছর সবচেয়ে বেশি রানও (১১৫৩) তার, সবচেয়ে বেশি গড়ও (১৪৪)। এছাড়া প্রথম ভারতীয় হিসেবে টানা তিন একদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন বিরাট। রেকর্ডটা কুমার সঙ্গাকারার দখলে। ২০১৫ বিশ্বকাপে তিনি টানা চার ওয়ানডেতে হাঁকিয়েছিলেন সাবেক লঙ্কান গ্রেট। আর ওয়ানডেতে এর আগে টানা তিন সেঞ্চুরি করেছিলেন জাহির আব্বাস, কুইন্টন ডি’ কক, সাঈদ আনোয়ার, রস টেইলর, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুমার সঙ্গাকারা। তালিকায় আট নম্বরে কোহলি। চলতি বছর ওয়ানডেতে মাত্র ১১ ইনিংসে হাজার রান করেছেন কোহালি। এক ক্যালেন্ডার ইয়ারে যেটি দ্রুততম। এক্ষেত্রে তিনি টপকে গেছেন প্রোটিয়া তারকা হাশিম আমলাকে। এ বছর ওয়ানডেতে ১২ ইনিংসে কোহলির রান ১১৫৩। কোহলির রানবন্যা গত ১০ ইনিংসে আরও ভয়ঙ্কর। এই ১০ ইনিংসে কোহলি ৯৯৫ রান তুলেছেন। ইতিহাসে পৃথিবীর কোন ব্যাটসম্যান ক্যারিয়ারের কোন পর্যায়েই ১০ ম্যাচে এত রান তুলতে পারেননি। এই সিরিজেই একদিনের ক্রিকেটে দ্রুততম ১০,০০০ রানের নতুন রেকর্ড গড়েছেন কোহলি। তিনি নিয়েছেন মাত্র ২০৫ ইনিংস। আগের রেকর্ডটা ছিল শচীন টেন্ডুলকরের (২৫৯ ইনিংস)। ২৯ বছর বয়সী ওয়ানডে ক্যরিয়ারের ১০ বছর ৬৮ দিনে পৌঁছেছেন দশ হাজার রানে। রাহুল দ্রবিড়ের লেগেছিল ১০ বছর ৩১৭ দিন। ২০১৮ সালে এ পর্যন্ত তিন ফরমেট মিলিয়ে ২৩৬২ রান করে ফেলেছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৩০০০ রান করতে তার চাই আর ৬৩৮ রান। ২১৪ ওয়ানডের ২০৬ ইনিংসে কোহলির সেঞ্চুরি ৩৮টি। এর মধ্যে ৩২টিতেই ভারত জিতেছে। একটি টাই। বাকিগুলোতে কেবল দলকে জেতাতে পারেননি। শনিবার যেমন একাই করেছেন ১০৭ রান। কিন্তু বাকিরা সবাই মিলে ১২৭। এ নিয়ে ঘরের মাঠে ওয়ানডে ফরমেটে টানা চার সেঞ্চুরির করে ফেললেন বিরাট। গত বছর ২৯ অক্টোবর কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পর চলতি সিরিজে টানা তিন সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। তিনিই এতে একমাত্র ভারতীয়। ভারতে টানা চার ম্যাচে শতরান করেছেন একমাত্র দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এছাড়া ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করতে নেমে কোহলির সেঞ্চুরি সংখ্যা ৩১টি। বাকি ৭টি এসেছে চার নম্বরে। ১৫ সেঞ্চুরি এসেছে প্রথমে ব্যাট করে, ২৩টি রান তাড়া করে।
×