ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একই দলে মুশফিকের সঙ্গী আশরাফুল

অবশেষে চিটাগং ভাইকিংসের আইকন মুশফিক

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ অক্টোবর ২০১৮

 অবশেষে চিটাগং ভাইকিংসের আইকন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দল পেয়েছেন মুশফিকুর রহীম। চিটাগং কিংস আইকন হিসেবে মুশফিকুর রহীমকে দলে ভিড়িয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটারের মধ্যে মুশফিকেরই দল পাওয়া হয়নি ড্রাফটের দিনের আগ পর্যন্ত। রাজশাহী কিংস মুশফিককে ছেড়ে দেয়ার পর থেকেই কোন দলে যুক্ত হতে পারেননি। অবশেষে ড্রাফটে থাকার কথা ছিল মুশফিকের। কিন্তু ড্রাফট শুরুর আগেই জানিয়ে দেয়া হয় মুশফিককে দলে ভিড়িয়েছে চিটাগং। একই দলে আবার ম্যাচ গড়াপেটার দায় থেকে মুক্ত হওয়া মোহাম্মদ আশরাফুলও খেলবেন। আশরাফুলকে নিয়েছে চিটাগং। বিপিএলের এবারের আসর (ষষ্ঠ আসর) শুরু হওয়ার কথা রয়েছে ৫ জানুয়ারি। অক্টোবর-নবেম্বরেই আসর হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য পিছিয়ে গেছে বিপিএল। তবে জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএলের এবারের আসর। আর সেই আসরের জন্য দলও গোছানো হয়ে গেল রবিবার। দলগুলো নিজেদের পছন্দমতো ক্রিকেটার দলে ভিড়িয়েছে। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস খেলবে এবার। রংপুরের মাশরাফি বিন মর্তুজা, ঢাকার সাকিব আল হাসান, কুমিল্লার তামিম ইকবাল, খুলনার মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছেন আইকন ক্রিকেটার। আগের দলেই খেলবেন তারা। নতুন ‘আইকন’ হিসেবে আছেন এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লিটন কুমার দাস। তিনি সিলেট সিক্সার্সের আইকন ক্রিকেটার। মুশফিককে ছেড়ে দিয়ে রাজশাহী কিংস আইকন হিসেবে দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানকে। সর্বশেষে চিটাগং আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে মুশফিককে। আইকন ক্রিকেটাররা ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটার। তাদের মূল্য ৭৫ লাখ টাকা করে রাখা হয়েছে। ‘এ’ প্লাস ক্যাটেগরি, আগের বছর থেকে ধরে রাখা ও সরাসরি চুক্তি মিলিয়ে ড্রাফটের আগে সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার নিশ্চিত করতে পারবে দলগুলো। চিটাগং আগেই ছয়জন ক্রিকেটারের নাম জমা দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মুশফিককে নেয়ায় আফগান ক্রিকেটার নজিবুল্লাহ জাদরানকে বাদ দিতে হয়েছে। ড্রাফটের আগে রংপুর রাইডার্স ধরে রেখেছিল মাশরাফি, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইলকে। আর সরাসরি চুক্তি করে নিয়েছিল এবি ডি ভিলিয়ার্স ও এ্যালেক্স হেলসকে। ঢাকা ডায়নামাইটস ধরে রেখেছিল সাকিব আল হাসান, সুনীল নারাইন, রাভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ডকে। সরাসরি চুক্তি করে নিয়েছিল আন্দ্রে রাসেল ও হজরতউল্লাহ জাজাইকে। সিলেট সিক্সার্স ধরে রাখে নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভীরকে। ডেভিড ওয়ার্নার ও সন্দিপ লামিচানের সঙ্গে সরাসরি চুক্তি করে। খুলনা টাইটানস মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্রেথওয়েটকে ধরে রাখে। সরাসরি চুক্তি করে ডাভিড মালান ও আলি খানের সঙ্গে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ধরে রাখে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন ও শোয়েব মালিককে। আর সরাসরি চুক্তি করে আসেলা গুনারতেœ ও লিয়াম ডসনের সঙ্গে। রাজশাহী কিংস ধরে রাখে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও জাকির হাসানকে। সরাসরি চুক্তি করে কাইস আহমেদ ও ক্রিস্টিয়ান জঙ্কারের সঙ্গে। চিটাগং ভাইকিংস ধরে রাখে সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি ও নাজিবুল্লাহ জাদরানকে। সরাসরি চুক্তি করে মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রাইলিংকের সঙ্গে।
×