ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ বিসিবি একাদশ-জিম্বাবুইয়ে প্রস্তুতি ম্যাচ শুরু

প্রকাশিত: ০৬:৪৮, ২৯ অক্টোবর ২০১৮

আজ বিসিবি একাদশ-জিম্বাবুইয়ে প্রস্তুতি  ম্যাচ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজ শেষ। সিরিজে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজে নামার পালা। দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। আজ শুরু হবে সেই ম্যাচটি। যদিও প্রথম টেস্টটি হবে সিলেটে। কিন্তু প্রস্তুতি ম্যাচটি হবে চট্টগ্রামে। জিম্বাবুইয়ে দলটি খুবই কাহিল অবস্থার মধ্যে পড়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজে বেহাল দশায় পড়ার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল করার আশা করেছিল। কিন্তু সেই আশাতো পূরণ হলোই না। উল্টো নাস্তানাবুদ হলো। বাংলাদেশ দল যে ওয়ানডেতে কতটা শক্তিশালী তা হাড়েহাড়ে টের পেল জিম্বাবুইয়ে। সাকিব ও তামিম ছাড়াও যে বাংলাদেশ শক্তিশালী দল, তা বুঝে গেল জিম্বাবুইয়ে। ওয়ানডে সিরিজ হারায় স্বাভাবিকভাবেই জিম্বাবুইয়ে ক্রিকেটারদের মানসিকতায় আঘাত লেগেছে। আত্মবিশ্বাসের দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছেন জিম্বাবুইয়ে ক্রিকেটাররা। তবুও চেষ্টারতো কোন কমতি রাখবেন না জিম্বাবুইয়ানরা। চেষ্টা করবেন ওয়ানডে সিরিজের ব্যর্থতা ঘুচে নিতে। টেস্ট সিরিজে নিজেদের মেলে ধরতে। এই মেলে ধরার চেষ্টার আগে জিম্বাবুইয়ের টেস্টে কেমন অবস্থা হবে তাও বোঝা হয়ে যাবে। আজ যে সকাল সাড়ে ৯টায় বল গড়ানোর মধ্য দিয়ে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে, এই ম্যাচটিতেই জিম্বাবুইয়ে টেস্টে কেমন করতে পারে; তা বোঝা যাবে। জিম্বাবুইয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে দলে রয়েছেন মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ ও নাজমুল ইসলাম অপু। ৩ নবেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ও ১১ নবেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। এই টেস্টের দলের ক্রিকেটারদের মধ্যে জিম্বাবুইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শান্ত ও আরিফুল আছেন। বাকিদের মধ্যে অভিষেক ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব রয়েছেন। জিম্বাবুইয়ের মতো দলের বিপক্ষে খেলার জন্য খুব আহামরি দল নয়। তবে এই দলটিই যদি জিম্বাবুইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভাল করতে পারে তাহলে বাংলাদেশ দলের জন্য খুব সহজ হয়ে যাবে হিসেব। জিম্বাবুইয়ের টেস্ট দলে রয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল ও টেন্ডাই চাতারা। শক্তিশালী দল। যদিও শক্তিশালী দল নিয়েই ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে হেরেছিল জিম্বাবুইয়ে। এবারও প্রস্তুতি ম্যাচে শক্তিশালী টেস্ট দলটির ক্রিকেটাররাই বিসিবি একাদশের বিপক্ষে খেলবেন। এই ম্যাচটিতেই বোঝা হয়ে যাবে টেস্টে বাংলাদেশের বিপক্ষে কেমন করবে জিম্বাবুইয়ে। জিম্বাবুইয়ে ক্রিকেটাররা চট্টগ্রামে থাকলেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা অবশ্য সিলেটে চলে গেছেন। শনিবারই সিলেটে গেছেন মাহমুদুল্লাহ, মুশফিকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে শনিবার সিলেট পৌঁছেছে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানযোগে সকাল সোয়া ১০টায় চট্টগ্রাম থেকে রওনা হয়ে ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন বাংলাদেশ ক্রিকেটাররা। একই বিমানে সেখান থেকে দুপুর সোয়া ১২টায় রওনা হয়ে দুপুর ১টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে লাল সবুজের দল। সিলেটে পৌঁছে ৬ দিনের অনুশীলন শেষে প্রথম টেস্ট খেলতে নামবেন মাহমুদুল্লাহ, মুশফিকরা। এই টেস্টে খেলার আগে জিম্বাবুইয়ে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। বিসিবি একাদশের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচটি আজ শুরু হবে।
×