ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঠান্ডাজনিত রোগে শতাধিক শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ অক্টোবর ২০১৮

 মাগুরায় ঠান্ডাজনিত  রোগে শতাধিক  শিশু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ অক্টোবর ॥ শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুরা শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, জ্বর সর্দি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে বেডের অভাবে অসুস্থ শিশুদের মেঝেতে থাকতে হচ্ছে। ১০ বেডের শিশু ওয়ার্ডে রবিবার পর্যন্ত শতাধিক শিশু ভর্তি রয়েছে। গত এক সপ্তাহে ৩ শতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। বেডের অভাবে অনেক শিশুরোগীকে মেঝেতে থাকতে হচ্ছে ।
×