ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরির বয়স ৩৫ দাবি

আন্দোলনরতদের শাহবাগ থেকে সরিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ অক্টোবর ২০১৮

  আন্দোলনরতদের শাহবাগ থেকে সরিয়ে দিল  পুলিশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরতদের তুলে দিয়েছে পুলিশ। রবিবার বেলা পেীনে ১১ টার দিকে শাহবাগ থানার পুলিশ এসে শাহবাগ মোড়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে অবস্থানরত চাকরিপ্রার্থীদের সরিয়ে দেয়। এ সময় বাধা দিলে চার আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ এসে আমাদের মারধর করে তুলে দিয়েছে। সোনিয়া, নাদিয়া, রিয়ানা হক, সামিয়া ও জোবায়েরকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। পাঁচজনই বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাব। রমনা থানার এডিসি আজিমুল হক সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেয়া হয়েছে। তারা শান্তিপূর্ণ উপায়ে নির্ধারিত স্থানে আন্দোলন না করে শাহবাগ মোড় বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছিলেন। তাই পুলিশ তাদের সেখান থেকে তুলে দিয়েছে। প্রসঙ্গত, সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গত শনিবার মানববন্ধন করার কথা থাকলেও বেলা ১২টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতাকর্মীরা। ফলে টানা ২৪ ঘণ্টা শাহবাগ মোড় হয়ে ফার্মগেট, মৎস্যভবন, সায়েন্স ল্যাবরেটরি ও টিএসসিমুখী যান চলাচল বন্ধ থাকে। চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গত ২৭ জুন ও ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরির বয়স ৩৫-এ উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করে। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করে তা ৪০ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
×