ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহজালাল থেকে দু’জন আটক

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ অক্টোবর ২০১৮

 শাহজালাল থেকে দু’জন আটক

স্টাফ রিপোর্টার ॥ সোনা চোরাচালানে জড়িত থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন আনসার সদস্য শরীফুল ইসলাম এবং যাত্রী ইয়াকুব আলী। তাদের কাছ থেকে ৫৮০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের এ ঘটনায় কাস্টমস উভয়কে থানায় সোপর্দ করেছে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টায় সৌদি এয়ারলাইন্সের (এসভি ৮০৪) ফ্লাইটের ওপর নজর রাখা হয়। কাস্টমস হাউসে প্রিভেন্টিভ টিম ও নিয়মিত শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছিলেন। ফ্লাইটটি রাত ৯টায় ল্যান্ড করার পরে বোর্ডিং ব্রিজ ৭-এ সংযুক্ত হয় এবং যাত্রীরা নামতে থাকেন। এ সময় সন্দেহভাজন যাত্রী ইয়াকুব মিয়াকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তার কাছে শুল্ক কর আরোপযোগ্য কোনও পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। কিন্তু এ সময় যাত্রীর মোবাইলে বারবার ফোন আসতে থাকে বাংলাদেশী একটি নম্বর থেকে। এছাড়াও যাত্রীর মোবাইলে এ্যাভসেক সদস্য শরীফুল আলমের ছবিও পাওয়া যায়। কাস্টম কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে শরীফুল দৌড়ে স্টাফ গেট দিয়ে বিমানবন্দর থেকে পালিয়ে যায়। পরে শরীফুলকে আটক করা হয়। তবে শরীফুল যে নম্বর থেকে ফোন করেছিল তার কাছে সেই মোবাইলটি পাওয়া যায়নি।
×