ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উগ্রবাদ ও সহিংসতা বিরোধী বিতর্ক ও নাগরিক সংলাপ

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ অক্টোবর ২০১৮

 উগ্রবাদ ও সহিংসতা বিরোধী বিতর্ক ও নাগরিক সংলাপ

স্টাফ রিপোর্টার ॥ মানুষের জন্য ফাউন্ডেশন ও ডিবেট ফর ডেমোক্র্যাসির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উগ্রবাদ ও সহিংসতা বিরোধী বিতর্ক এবং নাগরিক সংলাপ। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সহিংসতা ও উগ্রবাদ বিরোধী নাগরিক সংলাপ ও বিতর্ক প্রতিযোগিতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আয়োজক দুই সংগঠন। সংবাদ সম্মেলনে ছিলেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, উপদেষ্টা অধ্যাপক আবু রইস, পরিচালক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচী ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার মান্নান, উপকর্মসূচী ব্যবস্থাপক ইশরাত পারভীন প্রমুখ। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সমাজকে উগ্রবাদ ও সহিংসতা থেকে দূরে রাখতে ‘তরুণ রুখবে উগ্রবাদ’ প্রতিপাদ্য নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন ‘সম্প্রীতি’ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদীয় ধারায় বিতর্ক প্রতিযোগিতা ও নাগরিক সংলাপের আয়োজন করছে।
×