ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংকের বাবুলসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ অক্টোবর ২০১৮

 ফারমার্স ব্যাংকের  বাবুলসহ  সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক ঋণের নামে ব্যাংকিং নিয়ম নীতি না মেনে প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতী ও সাবেক এমডিসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুপুরে গুলশান থানায় উপ-পরিচালক মোঃ সামছুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রায় একই অভিযোগে অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীর বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুদক। বর্তমান মামলায় আসামিরা হলেন মেসার্স লায়লা বনস্পতি প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস ইয়াসমিন আলম, ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও চৌধুরী মোশতাক আহমেদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম এম শামীম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন।
×