ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা কারবারি নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ২৯ অক্টোবর ২০১৮

 কক্সবাজারে  বন্দুকযুদ্ধে  ২ ইয়াবা কারবারি  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের সাবরাং কাঁটাবুনিয়া ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো টেকনাফ পৌরসভা ৭নং ওয়ার্ডের মোঃ হাসেমের পুত্র মোঃ হাসান আলী (৩৮) ও টেকনাফ সদর নাজিরপাড়ার নুরুল আলমের পুত্র মোঃ কামাল (২৮)। নিহত কামাল নাজিরপাড়ার ভুট্টো বাহিনীর প্রধান ভুট্টোর আপন ভাগিনা। এ ঘটনায় আহত হয়েছেন টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক রাজু আহমেদ, সহকারী উপ-পরিদশর্ক মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহিম। টেকনাফ থানার ওসি বলেন, নিয়মিত টহল দেয়ার সময় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের সাবরাং কাঁটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গুলির শব্দ শুনতে পায় পুলিশ সদস্যরা। সেদিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ, ৬টি অস্ত্র, ২৫ রাউন্ড গুলি ও বিপুলসংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা কারবারিদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেয়ার জেরে এ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×