ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংশোধিত আরপিও আজ মন্ত্রিসভায় উত্থাপন

প্রকাশিত: ০৫:১৩, ২৯ অক্টোবর ২০১৮

 সংশোধিত আরপিও আজ মন্ত্রিসভায় উত্থাপন

বিশেষ প্রতিনিধি ॥ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুমোদনের জন্য আজ সোমবার মন্ত্রিসভা উত্থাপিত হতে যাচ্ছে। এতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখা হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ব্যবহার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সূত্র জানায়, নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আইন সংস্কারের লক্ষ্যে একটি কমিটি করা হয়। আরপিও সংস্কারের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেয়া হয়। মাঠ কর্মকর্তা ও সংলাপে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে এই কমিটি সুপারিশ তৈরি করে। এরপর গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় আরপিও সংশোধনীর প্রস্তাব চূড়ান্ত করা হয়। এরপর ভেটিংয়ের (পরীক্ষা-নিরীক্ষা) জন্য এটি আইন মন্ত্রণালয়ের লেজিসলিটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পাঠানো হয়। ভেটিংয়ের পর এটি গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। চলতি বছর ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইসির ইভিএম ব্যবহারের লক্ষ্য থাকলেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এর মাধ্যমে ভোট গ্রহণের বিরোধিতা করছে। তাদের আশঙ্কা এই ব্যবস্থায় সরকার ভোট কারচুপি করবে। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে ইতিপূর্বে ইসির এ সংক্রান্ত বৈঠক ত্যাগ করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
×