ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৪:৫৯, ২৯ অক্টোবর ২০১৮

 মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৬শ’ ২৭ শিক্ষার্থীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৫১ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। জেলা প্রশাসক কামরুর নাহার সিদ্দীকার সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ রায়হান গফুর, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড. এম তাজুল হুদা ও সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
×