ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মধুপুরে রবার শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ অক্টোবর ২০১৮

 মধুপুরে রবার শ্রমিকদের  ধর্মঘট অব্যাহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৮ অক্টোবর ॥ মধুপুর জোনের ৫ রবার বাগানের পিচমিল টেপিং শ্রমিকদের ৪দফা দাবিতে ১৪ দিন ধরে চলছে ধর্মঘট। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা শ্রমিকদের। এদিকে শ্রমিকরা ধর্মঘট করায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জানা যায়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বশিউক) আওতাধীন মধুপুর-শেরপুর জোনের ৫ রাবার বাগান পীরগাছা, চাঁদপুর, কমলাপুর, সন্তোষপুর ও কর্নজোড়ার পিচমিল টেপিং শ্রমিকরা গত ১৩ অক্টোবর থেকে টেপিং বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছে। বিগত ২০০০ সাল থেকে পিচমিল শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত যে সব শ্রমিক বর্তমানে টেপিং কাজে সংযুক্ত আছে এবং কষ প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত, সেই শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ, অস্থায়ীভাবে পিচমিল নিয়ম বাতিল করে মাসিক মাস্টার রোল ভিত্তিক নিয়মিত শ্রমিকের সমপরিমাণ মজুরি প্রদান, কারখানায় শ্রমিকদের মাস্টার রোলে মাসিক ১৫ হাজার টাকা মজুরি প্রদান ও বাগানে যাতায়াতের জন্য মেইন রোড মেরামতপূর্বক ইট বিছানোসহ ৪ দফা দাবিতে পাঁচ রবার বাগানের প্রায় ১৬শ’ শ্রমিক ১৪ দিন ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছে। তাদের ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে বলে শ্রমিকরা ঘোষণা করেছে। প্রতিদিন তারা সভা সমাবেশ করছে। রবিবার সকালে পিচমিল টেপিং শ্রমিকরা পীরগাছা রাবার বাগানের শ্রমিক ইউনিয়নের ক্যাম্পাসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন পীরগাছা পিচমিল টেপিং শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম শানু, সহসভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, শ্রমিক আনোয়ার হোসেন, কবির হোসেন, বাবুল রিছিল, খয়বর আলী, শাহজাহান আলী, নীলিমা সাংমা ও খাদিজা বেগম প্রমুখ।
×