ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রতিমা ভাংচুর ॥ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৪:৫১, ২৯ অক্টোবর ২০১৮

গাজীপুরে প্রতিমা ভাংচুর ॥ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তুচ্ছ ঘটনার জেরে শনিবার রাতে এক মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে এক যুবক। এ সময় ওই মন্দিরের সাধারণ সম্পাদককে মারধর করেছে সে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতের নাম একরামুল হক রনি (৩৭)। সে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের এলাকার মৃত রাজ্জাক ভূইয়ার ছেলে। জয়দেবপুর থানার বাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি শীতল চন্দ্র দাসসহ স্থানীয়রা জানান, সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের এলাকার শীতল চন্দ্র দাসের বাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী লক্ষ্মী মন্দিরে লক্ষ্মীপূজার শেষদিন শনিবার পূজা অর্চনা চলছিল। বিকেলে ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কেশব চন্দ্র দাসের আত্মীয় এক দম্পতি বেড়াতে গিয়ে বাড়ির পাশে এক জমির আইল ধরে হাঁটছিল। এ সময় প্রতিবেশী যুবক রনি তাদের বাধা দেয় এবং অশালীন ভাষায় বকাঝকা করে। কেশব এ ঘটনার প্রতিবাদ জানায়। এর জের ধরে রাত ৮টার দিকে (পূজা কার্যক্রম বিরতির সময়) রনি ওই মন্দিরে হানা দিয়ে লক্ষ্মীপূজার জয়া প্রতিমার ডান হাত, বিজয়ার বাম হাত ও পেঁচা প্রতিমা ভেঙ্গে ফেলে। এ সময় বাধা দিলে কেশব চন্দ্র দাসকেও মারধর করে রনি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রনিকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে আহত রনিকে আটক করে থানায় নিয়ে যায়।
×