ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে গৃহবধূর ওপর এ্যাসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৪:৫০, ২৯ অক্টোবর ২০১৮

 নাটোরে গৃহবধূর ওপর এ্যাসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ অক্টোবর ॥ সদর উপজেলার হালসা এলাকায় রাশিদা বেগম নামে এক গৃহবধূ এ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে। শনিবার রাত ১১টার দিকে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও গৃহবধূর স্বজনরা জানান, শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হালসা ইউনিয়নের আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজা খোলা থাকলেও তার স্বামী বাড়িতে ছিল না। এসময় এ্যাসিড জাতীয় পদার্থ গৃহবধূকে ছুড়ে মারা হয়। এসময় গৃহবধূর বাম হাত এবং পিঠের অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধূ রাশিদা বেগম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খাওয়াদাওয়ার পর ঘুমিয়ে পড়ি। এ সময় ঘরের দরজা খোলা ছিল। পরে হঠাৎ করে এ্যাসিড ছুড়ে মারলে শরীরের চামড়া পুড়ে যায়। তবে কে বা কারা মেরেছে বুঝতে পারিনি। নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শহিদুল ইসলাম সুমন বলেন, এ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে গৃহবধূ রাশিদা বেগমকে ঝলসে দেয়া হয়েছে। শরীরের অন্তত ৯শতাংশ ঝলছে গেছে। আমরা চেষ্টা করে যাচ্ছে সুচিকিৎসা দেয়ার জন্য। তবে পুরোপুরি সেরে উঠতে কিছুদিন সময় লাগবে।
×