ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌরবিদ্যুতে বিনা খরচে সেচ সুবিধা পাচ্ছেন দিনাজপুরের কৃষক

প্রকাশিত: ০৪:৪৯, ২৯ অক্টোবর ২০১৮

সৌরবিদ্যুতে  বিনা খরচে  সেচ সুবিধা পাচ্ছেন দিনাজপুরের  কৃষক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলায় সরকারী উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এতে বিনা সেচ খরচে ধান চাষ করে বেশি ফসল উৎপাদন করছেন কৃষক। সরকারী কৃষিবান্ধব এমন উদ্যোগকে কৃষিতে বিপ্লব আনতে পারে বলে মনে করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। প্রাথমিকভাবে উপজেলার ১শ’ বিঘা জমিতে এমন সেবা প্রদান করা হলেও এটি ক্রমান্বয়ে পুরো জেলা ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। শস্যভা-ার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। সবুজ চাদরে ঢাকা জেলার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার এই চিত্র খুব বেশি দিনের না। উঁচু জমির কারণে পানির স্তর নিচে থাকা যেখানে নিত্যনৈমিত্যিক ঘটনা, সেখানে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারী উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে বিনা খরচে সেচ পাচ্ছেন কৃষকরা। এতে পতিত জমিতে আবাদ করে ধান চাষ ভাল হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। তারা বলেন, সোলার প্যানেলের মাধ্যমে ৫০ থেকে ৬০ বিঘা জমিতে আমরা পানি দিচ্ছি। বিদ্যুতের কোন প্রয়োজন হচ্ছে না। আমাদের এই জায়গা অন্যান্য স্তানের চেয়ে বেশ উঁচু। আগে এখানে তেমন আবাদ হতো না। এখন সোলার প্যানেলের কারণে পানির ব্যবস্থা হওয়ায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে। সরকারী এমন উদ্যোগ শুধু উৎপাদন খরচই কমাবে না একই সঙ্গে ফসল উৎপাদন বাড়বে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি বলেন, সোলারের মাধ্যমে পানি দেয়ায় খরচ কম হচ্ছে। কৃষিবান্ধব এমন উদ্যোগ সফল হলে সোলার প্যানেল বাড়ানোর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। দিনাজপুর-৬ এর সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এখানে কৃষকদের সুবিধা হলে আমরা সোলার প্যানেল বাড়াব। এর সোলারের ব্যবহার করার কারণ হচ্ছে বিদ্যুত সাশ্রয় করা। প্রাথমিকভাবে ১শ’ বিঘা জমিতে বিনামূল্যে এই সেবা পাচ্ছেন নবাবগঞ্জ উপজেলার কয়েকশ’ কৃষক।
×