ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবহন ধর্মঘটে অচল বেনাপোল

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ অক্টোবর ২০১৮

 পরিবহন ধর্মঘটে অচল  বেনাপোল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘটে বেনাপোল স্থলবন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে। পচনশীল পণ্য পরিবহন করতে কয়েকটি ট্রাক বন্দরের অভ্যন্তরে প্রবেশ করলেও তারা পণ্য লোড করতে সাহস পাচ্ছে না। এতে করে মাছ, পেঁয়াজ ও পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এসব পণ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বেনাপোল থেকে আন্তঃজেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। অনেক যাত্রীকে স্ট্যান্ডে এসে ফিরে যেতেও দেখা গেছে। যশোর-বেনাপোল সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ধর্মঘটের সমর্থনকারীরা গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছেন। ফলে যশোর-বেনাপোল মহাসড়কে যান চলাচল করতে পারছে না। এদিকে ধর্মঘটে বেনাপোল থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছেন ভারত থেকে আসা কয়েকশ’ যাত্রী। গন্তব্যে ফিরতে না পেরে বিভিন্ন আবাসিক হোটেল ও বাস কাউন্টারে তারা অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, জরুরী প্রয়োজনে যারা গন্তব্যে ফিরতে চাইছেন তাদের কাছ থেকে তিন থেকে চার গুণ বেশি ভাড়া আদায় করে ফায়দা লুটছে ভাড়ায় চালিত কার ও মাইক্রোবাস চালকরা। বেনাপোল ঝিকরগাছা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন জানান, সড়ক পরিবহন আইনের কিছু ধারা শ্রমিকস্বার্থ পরিপন্থী। ফলে এই আইন মেনে শ্রমিকরা সড়কে গাড়ি চালাতে চাইছেন না। তারা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। বেনাপোল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে তারা বন্দর থেকে কোন আমদানি পণ্য পরিবহন করছেন না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বেনাপোল বন্দর থেকে সব ধরনের পণ্য পরিবহন বন্ধ থাকবে। বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ভারত ফেরত আটকে পড়া কিছু যাত্রী তাদের কাউন্টারে অবস্থান করছেন। আবার অনেকে স্থানীয় বিভিন্ন আবাসিক হোটেলে উঠেছেন। ধর্মঘট প্রত্যাহার অথবা শেষ হলে তবেই যাত্রীবাহী বাস ছাড়া হবে বলে জানান তিনি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ধর্মঘটের মধ্যে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ সতর্ক রয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বেনাপোল বন্দর থেকে পণ্য পরিবহন এবং রফতানি বন্ধ থাকলেও ভারত থেকে আমদানি পণ্য প্রবেশে কোন বাধা নেই।
×