ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইয়ের সঙ্গে চীনা প্রতিনিধি দলের আলোচনা

প্রকাশিত: ০৪:৪৪, ২৯ অক্টোবর ২০১৮

  এফবিসিসিআইয়ের সঙ্গে  চীনা প্রতিনিধি দলের আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এফবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে চীনের নানচাং মিউনিসিপ্যাল প্রজাতন্ত্রের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা এফবিসিসিআইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং সংগঠনের পরিচালকবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। নানচাং মিউনিসিপ্যাল প্রজাতন্ত্রের ডেপুটি মেয়র মি. লিং উই চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠককালে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারী খাতের ভূমিকা তুলে ধরেন। দেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে এদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য তিনি চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান। এ প্রসঙ্গে মহিউদ্দিন বর্তমান সরকারের দেয়া ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সুবিধা নেয়ার জন্যও চীনা ব্যবসায়ীদের আহ্বান জানান। চীনা প্রতিনিধিদলের নেতা মি. লিং উই বাংলাদেশের সঙ্গে চীনের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। গত বছর চীনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দেশ দুটির মধ্যকার বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে বলে তিনি জানান। মি. লিং বাংলাদেশের ব্যবসায়ীদের তার প্রদেশে সফর এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা খুঁজে দেখার জন্য আমন্ত্রণ জানান।
×