ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড় পতনে শেয়ারবাজারে লেনদেন তলানিতে

প্রকাশিত: ০৪:৩৬, ২৯ অক্টোবর ২০১৮

 বড় পতনে শেয়ারবাজারে লেনদেন তলানিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনও তলানিতে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৭১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৩৯ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৪২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৪৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বিক্রির চাপ বাড়ে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৯ পয়েন্ট কমে ৫ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিক, শাহজালাল ইসলামী ব্যাংক, বিবিএস ক্যাবল, একটিভ ফাইন, ডেল্টা লাইফ, এডভেন্ট ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, সামিট পাওয়ার ও ইউনাইটেড পাওয়ার। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ মোজাফফর হোসেন স্পিনিং, মুন্নু সিরামিক, ন্যাশনাল পলিমার, নূরানি ডাইং, প্যাসিফিক ডেনিম, ন্যাশনাল হাউজিং, তিতাস গ্যাস, ফরচুন সুজ ও আলিফ ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার, বেক্সিমকো, ইন্দোবাংলা ফার্মা, সিলভা ফার্মা, সামিট পাওয়ার, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, লাফার্জ হোলসিম, একটিভ ফাইন ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×