ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিলামে শিখ মহারানীর হার

প্রকাশিত: ০৩:৪৭, ২৯ অক্টোবর ২০১৮

 নিলামে শিখ মহারানীর হার

অবিভক্ত ভারতের পাঞ্জাবের শিখ মহারাজা রণজিৎ সিংহের শেষ পত্নী মহারানী জিন্দ কউরের হার লন্ডনে নিলামে এক লাখ ৮৪ হাজার পাউন্ডে বিক্রি হয়। পান্না ও মুক্তা খচিত হারটির প্রাথমিক দাম ধরা হয়েছিল ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার পাউন্ড। শারীরিক অসুস্থতার কারণে ১৮৩৯ সালে লাহোরে মারা যান মহারাজা রণজিৎ সিং। সতীদাহ প্রথা অনুযায়ী স্বামীর মৃত্যুর পর মহারাজার চার পত্নী ও সাত উপপত্নী চিতায় উঠলেও জিন্দ মহারাজার সন্তান দলীপ সিংয়ের দেখাশোনার সিদ্ধান্ত নেন –এনডিটিভি
×