ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইন রেকর্ড পরীক্ষা করে দেখা হচ্ছে ॥ হামলায় মৃত বেড়ে ১১

সিনাগগে হামলাকারী ইহুদী ও অভিবাসী বিরোধী

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ অক্টোবর ২০১৮

 সিনাগগে হামলাকারী  ইহুদী ও অভিবাসী বিরোধী

যুক্তরাষ্ট্রের পিটসবার্গের সিনাগগে হামলাকারী হিসেবে আটক ব্যক্তি অনলাইনে ইহুদী ও অভিবাসী বিরোধী প্রচার চালাতেন। ট্রি অব লাইফ নামের ওই সিনাগগে হামলায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এ ঘটনায় রবার্ট বোয়ার্স নামে একজনকে আটক করেছে পুলিশ। ওয়াশিংটন পোস্ট। পেনসিলভেনিয়ার পিটসবার্গে ইহুদীদের উপাসনালয়ে শনিবার হামলা থেকে হামলাকারীর ইহুদীবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায়। পিটসবার্গ এফবিআইয়ের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট বব জোনস সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনার আগ পর্যন্ত তারা বোয়ার্সকে চিনতেন না। তিনি আরও বলেন, হামলার পেছনের কারণগুলো এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও বন্দুকধারী ইহুদীবিরোধী বলে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এ কারণেই তদন্তের সময় ঘটনাটিকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে দেখছে এফবিআই। বব জোনস বলেন, ‘আমরা বোয়ার্সের অতীত জীবনের সব কিছু খতিয়ে দেখব।’ ৪৬ বছর বয়সী বোয়ার্সকে আহত অবস্থায় পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। তবে তার এক সাবেক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বোয়ার্স বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার মতো ছিলেন না। বোয়ার্স ২০১৫ সালে সেই বাড়ি ছেড়েছিলেন। শনিবার স্থানীয় সময় সকালে প্রার্থনা চলাকালে একজন বন্দুকধারী ট্রি অব লাইফ সিনাগগে ঢুকে কয়েক শ’ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ১১ জন নিহত এবং ৬ জন আহত হয়। হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ্যান্টি ডিফেমেশন লিগের মতে, এটি আমেরিকায় ইহুদী জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা।
×