ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলামাবাদে ইসরাইলী বিমান, পাকিস্তানের অস্বীকার

প্রকাশিত: ০৩:৪৫, ২৯ অক্টোবর ২০১৮

 ইসলামাবাদে ইসরাইলী বিমান, পাকিস্তানের অস্বীকার

ইসরাইলের একটি বেসরকারী বাণিজ্যিক জেট বিমান তেল আবিব থেকে আম্মান হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেমে আবার ইসরাইলে ফিরে গেছে বলে দাবি করেছেন ইসরাইলী এক সাংবাদিক। ইসরাইলী সংবাদপত্র হারেত্জ-এর ইংরেজী সংস্করণের সম্পাদক আমি শাফেরের এই দাবি শনিবার জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান সরকার। কিন্তু সরকারী এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তানের বিরোধী দলগুলো। এ বিষয়ে ‘সন্তোষজনক ব্যাখ্যা’ দাবি করেছে তারা। এক টুইটে আমি শাফের দাবি করেন, তেল আবিব থেকে ইসলামাবাদে যাওয়া ওই জেটটি পাকিস্তানের রাজধানীতে প্রায় ১০ ঘণ্টা অবস্থান করে। ইসলামাবাদে আসার পথে জেটটি কিছুক্ষণের জন্য জর্দানের রাজধানী আম্মানে নেমেছিল। -ডন
×