ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইসলামাবাদে ইসরায়েলি বিমান’, পাকিস্তানের অস্বীকার

প্রকাশিত: ২২:২১, ২৮ অক্টোবর ২০১৮

‘ইসলামাবাদে ইসরায়েলি বিমান’, পাকিস্তানের অস্বীকার

অনলাইন ডেস্ক ॥ ইসরায়েলের একটি বেসরকারি বাণিজ্যিক জেট বিমান তেল আবিব থেকে আম্মান হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেমে আবার ইসরায়েলে ফিরে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলি এক সাংবাদিক। ইসরায়েলি সংবাদপত্র হারেত্জ এর ইংরেজি সংস্করণের সম্পাদক আমি শাফেরের এই দাবি শনিবার জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তান সরকার। কিন্তু সরকারি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পাকিস্তানের বিরোধীদলগুলো, এ বিষয়ে ‘সন্তোষজনক ব্যাখ্যা’ দাবি করেছে তারা, খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের। এক টুইটে আমি শাফের দাবি করেন, তেল আবিব থেকে ইসলামাবাদে যাওয়া ওই জেটটি পাকিস্তানের রাজধানীতে প্রায় ১০ ঘন্টা অবস্থান করে। ইসলামাবাদে আসার পথে জেটটি কিছুক্ষণের জন্য জর্ডানের রাজধানী আম্মানে নেমেছিল। ওই টুইটে শাফের জিজ্ঞেস করেন, “চলতি সপ্তাহে তেল আবিব থেকে কারা পাকিস্তানে গিয়েছিল?” এতে বলা হয়, লেজে এম-ইউএলটিআই লেখা বিমানটি ২৪ অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইসলামাবাদে ল্যান্ড করে। প্রায় ১০ ঘন্টা পর বিমানটি ইসলামাবাদ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে একই পথে আম্মান হয়ে তেল আবিবে ফিরে আসে। গত ২০ বছরের মধ্যে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করার একদিন আগে রহস্যময় এই ট্রিপের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন। ওমানে নেতানিয়াহুর সফরের বিষয়টিও গোপন রাখা হয়েছিল। পরে নেতানিয়াহু একটি বৈঠকের ও আম্মানে তাকে অভ্যর্থনা জানানোর ভিডিও টুইট করার পর তার ওমান সফরের কথা প্রকাশ পায়। ইসরায়েলি কোনো বিমান পাকিস্তানের কোনো বিমানবন্দরে নামেনি বলে দাবি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি পাকিস্তান। তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্কও নেই। জরুরি অবতরণ ছাড়া পাকিস্তানের কোনো বিমানবন্দরে ইসরায়েলি বিমানের নামার কথা নয় বলে জানিয়েছে ডন।
×