ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ ইংরেজি;###;এম এ হামিদ খান

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৫, ২৮ অক্টোবর ২০১৮

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনা

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল। E-mail: [email protected] সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ভালবাসা, প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজ আমরা English Grammar - এর গুরুত্বপূর্ণ বিষয় Modifier নিয়ে আলোচনা করছি। তোমরা জান যে, Modifier এর সাথে Determiner এবং Article এর সম্পর্ক রয়েছে। Modifier এর ব্যবহার যে Word বা Phrase Noun বা Noun Phrase এর পূর্বে অথবা পরে বসে উক্ত Phrase Noun বা Noun Phrase কে Modify করে অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Modify বলে। Modify মূলত; Sentence এর মধ্যে Adjective এর কাজ করে। যেমন : (i) Ritu is an intelligent girl. (ii) The boy playing in the field is strong. এখানে ১ম Sentence এ intelligent, girl এর পূর্বে বসে girl (noun) - কে Modify করেছে এবং ২য় Sentence এ playing in the field phrase টি boy Noun টির পরে বসে উক্ত boy Noun কে Modify করেছে। তাই ১ম Sentence এ intelligent (Pre-modifier). ২য় Sentence এ playing in the field (Post modifier). Different types of pre modifier 1. Adjective as Pre modifier : এক্ষেত্রে Adjective Noun বা Noun Phrase এর পূর্বে Pre-modifier এর কাজ করে। Example : (i) It is a unique chance. (ii) Our country needs many honest workers. 2. Participle as Pre modifier : Participle সব সময় adjective এর কাজ করে। আবার adjective সর্বদাই Noun বা Noun Phrase কে Modify করে। Participle (Present অথবা Past) যখন Noun এর পূর্বে বসে তখন তা Pre-modifier এবং Participle যখন Noun এর পরে বসে তখন তা Post-modifier. Example : Present Participle : (i) A barking dog seldom bites. (ii) It is a burning question. Past Participle wnmv‡e : (i) An educated man is respected by all. (ii) We should n’t drink polluted water. 3. Noun as pre modifier : অনেক সময় Noun ও Noun কে Modify করে। দু’টি Noun পাশাপাশি বসে প্রথম Noun টি দ্বিতীয় Noun কে Modify করে অর্থাৎ Noun হলেও adjective এর মতো কাজ করে। (একে Noun adjective বলে।) Example : (i) A boat race is always interesting. (ii) A train journey is pleasant. 4. Noun Adjective as pre modifier : এক্ষেত্রেও দু’টি Noun পাশাপাশি বসে। তবে প্রথম Noun টির পূর্বে একটি adjective থাকে। Example : (i) Dhanbari is a busy bus station. (ii) Mr. Hamid is a favourite English teacher. 5. Determiner as Pre modifier : Determiner অর্থাৎ Article (a, an, the) Demonstrative এবং (this, that, these, those) pre modifier হিসাবে ব্যবহৃত হয়েছে। Example : (i) The Padma is a big river. (ii) I bought this book yesterday. 6. Quantifiers as pre modifier: Example : (i) He has much money. (ii) Give me a little rice. 7. Possessive as pre modifier : এক্ষেত্রে Possessive (my, our, your, their, her, his) Noun েএর পূর্বে বসে Pre modifier হিসাবে কাজ করে। Example : (i) My brother has gone to Japan. (ii) Her face looks nice. 8. Adverb as pre modifier : Example: (i) He looks very handsome. (ii) The down train will leave now. Different types of post modifier Post শব্দের অর্থ পরে। যে Word বা Phrase Noun বা Noun phrase এর পরে বসে Modify করে তাকে Post modifier বলে। যেমন : (i) I found the circumstances critical. (ii) The girl looking very beautiful was smiling. 1. Infinitive Phrase as post modifier : To + Verb এর Present form এর পরে অতিরিক্ত শব্দ বসিয়ে Infinitive phrase গঠিত হয়। যেমন : (i) He made an attempt to escape punishment. (ii) His decision to go abroad was wrong. 2. Participle Phrase as post modifier : Present এবং Past Participle phrase Noun এর পরে বসে উক্ত Noun কে Modify করে। Example : (i) I found the girl reading a book. (Present Participle) (ii) The book written by Shakespeare is a tragedy. (Past Participle) (iii) The song sung by the girl was appreciated. (Past participle) 3. Prepositional Phrase as post modifier : Prepositional phrase যখন post modifier হিসেবে কাজ করে তখান অধিকাংশ ক্ষেত্রে তাকে Relative clause/subordinate Adjective clause এ রূপান্তরিত করা যায়। যেমন : The road to Dhaka is spacious. (রূপান্তর : The road that leads to Dhaka is spacious.) 4. Adjective as post modifier : অনেক সময় Adjective Noun এবং Pronoun এর পরে বসে তাকে Modify করে। যেমন : (i) All the members present in the meeting were against the proposal. (ii) There is something abnormal in his behavior. 5. Appositive as post modifier : যখন দু’টি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun টিকে বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun টির Appositive বলে। এক্ষেত্রে দ্বিতীয় Noun টি প্রথম Noun টির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন : Mr. Kamal, Principal of our college, is a good administrator. 6. Relative clause as post modifier : Relative clause Noun এর পরে বসে উক্ত Noun কে Modify করে। যেমন : (i) The lady who ate many items was voracious. (ii) I bought a car which was red. 7. Adverb as post modifier : Adverb Noun এর পরে বসে তাকে Modify করে। যেমন : (i) The questions below are to be answered. (ii) The beggar there is waiting for alms.
×