ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান

সান্ত¡নার জয়ের খোঁজে মৌসুমীরা

প্রকাশিত: ০৬:০১, ২৮ অক্টোবর ২০১৮

সান্ত¡নার জয়ের খোঁজে মৌসুমীরা

স্পোর্টস রিপোর্টার ॥ বড় আশা নিয়ে তাজিক-রাজ্যে পা রেখেছিল মৌসুমীরা। কিন্তু কোন ম্যাজিক দেখাতে না পারায় বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। তবে এখনও এক ম্যাচ বাকি আছে তাদের। সেটা আজ সন্ধ্যা ৬টায়, দুশানবের হিশর সেন্ট্রাল স্টেডিয়ামে। প্রতিপক্ষ স্বাগতিক তাজিকিস্তান। এই ম্যাচে ড্র করলে বা জিতলে ‘ডি’ গ্রুপে তৃতীয় হয়ে এএফসি অনুর্ধ-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করতে পারবে বাংলাদেশ। এই মুহূর্তে অবশ্য তারা পয়েন্ট টেবিলে তিন নম্বরেই আছে। যদিও দু’দলের পয়েন্ট সমান (আসলে শূন্য), তারপরও গোল তফাতে এগিয়ে বাংলাদেশ (বাংলাদেশের -৯, তাজিকিস্তানের -১০)। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৭ গোলে এবং দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ০-২ গোলে হেরে যায়। পক্ষান্তরে তাজিকিস্তান হারে যথাক্রমে চাইনিজ তাইপের কাছে ০-৭ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ গোলে। প্রাথমিক বাছাইয়ের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপকে নিয়ে হবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে চার দল পাবে ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূলপর্বের টিকেট। বাংলাদেশের জন্য ভরসার বিষয় হচ্ছে অতীত-ফল। ২০১৪ সালে এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে (সাউথ এ্যান্ড সেন্ট্রাল) তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অতীতের সেই ইতিবাচক ফলের আত্মবিশ্বাসই তাদের পুঁজি। দ্বিতীয় রাউন্ডে যাবার স্বপ্ন ভেঙ্গে চুরমার গোলাম রব্বানী ছোটনের শিষ্যাদের। আজ স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে নিছকই আনুষ্ঠানিকতা সারার পালা লাল-সবুজদের। তবে আজ জয় নিয়েই বাছাইপর্বের ইতি টানতে চায় তারা। সাফের আসরে খেলা আর এএফসির আসরে খেলা যে এক জিনিস নয়, সেটা হাড়ে হাড়েই উপলব্ধি করতে পেরেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। কাজেই এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে নিজেদের দুর্বলতা কিভাবে কাটিয়ে ওঠে তারা সেটাই এখন দেখার বিষয়।
×