ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌসুমের সব শিরোপা জিততে চায় চট্টগ্রাম আবাহনী, বললেন ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মোঃ রহুল আমিন

পাতানো খেলা বন্ধ ও নিরপেক্ষ রেফারির দাবি

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ অক্টোবর ২০১৮

পাতানো খেলা বন্ধ ও নিরপেক্ষ রেফারির দাবি

স্পোর্টস রিপোর্টার ॥ পাতানো খেলা বন্ধ ও সুষ্ঠু রেফারিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের দল চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার মোঃ রুহুল আমিন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম আবাহনীর নতুন ফুটবল ক্যাম্প পরিদর্শন করেন তরফদার মোঃ রুহুল আমিন। রাজধানীর সেগুনবাগিচায় একটি আবাসিক ভবনের পুরোটাই চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের জন্য বরাদ্দ করেছে দলের ফুটবল কমিটি। প্র্যাকটিস গ্রাউন্ড, ম্যাচ ভেন্যুর বিষয় বিবেচনা করে এই আবাসিক ভবন বাছাই করেছেন তারা। উল্লেখ্য, শনিবার রহমতগঞ্জের বিপক্ষে ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে মৌসুমের সূচনা করে চট্টগ্রাম আবাহনী। তরফদার মোঃ রুহুল আমিন নতুন মৌসুমের জন্য দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেন। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে অধিনায়ক ও গাম্বিয়ান মুফতা লাউয়ালকে সহ-অধিনায়ক মনোনীত করেছে ক্লাব। দলের ফুটবলারদের উদ্দেশে তরফদার মোঃ রুহুল আমিন বলেন, ‘নবীন ও অভিজ্ঞ মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে চট্টগ্রাম আবাহনী। এবারের মৌসুমের যে কোন টুর্নামেন্টে শিরোপা জয়ই হবে দলের অন্যতম লক্ষ্য। সবগুলো শিরোপা জেতাই হবে দলের মূল লক্ষ্য। তবে পাতানো খেলা ও পক্ষপাতদুষ্ট রেফারিং ফুটবলের ক্যান্সার। এই দুইটি ন্যক্কারজনক বিষয় ফুটবল থেকে দূর করা জরুরী। ‘তা নাহলে ফুটবলের উন্নতি সম্ভব নয়। তরফদার মোঃ রহুল আমিন বলেন, বিষয়টা নিয়ে ভাবা উচিত দেশের ফুটবলের নিয়ামক সংস্থা বাফুফের। আমরা আশা করব ফুটবলের বৃহত্তর স্বার্থে বাফুফে কঠোর হস্তক্ষেপে পাতানো খেলা বন্ধ ও প্রত্যেক ম্যাচে রেফারি যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর প্রধান প্রশিক্ষক জুলফিকার মাহমুদ মিন্টু, গোলরক্ষক কোচ মোঃ পনির, ম্যানেজার আরমান আজিজ, দলনেতা শাকিল মাহমুদ চৌধুরী ও অন্য কর্মকর্তারা।
×