ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ দিনের সফরে বেজিং যাচ্ছে আওয়ামী লীগ প্রতিনিধি দল

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ অক্টোবর ২০১৮

৭ দিনের সফরে বেজিং যাচ্ছে আওয়ামী লীগ প্রতিনিধি দল

বিশেষ প্রতিনিধি ॥ চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ৭ দিনের চীন সফরে যাচ্ছে। আজ রবিবার দুপুরে এই প্রতিনিধি দল বেজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সফরকালে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং চীন সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান এমপি এই প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস। আগামী ৪ নবেম্বর প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে। এর আগেও চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে আওয়ামী লীগের একাধিক টিম বেইজিং সফর করেছেন। সর্বশেষ গত বছর ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল। একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের উচ্চপদস্থদের প্রতিনিধিদল কয়েকবার ঢাকা সফর করেছে। মূলত উভয় দেশের এবং ক্ষমতাসীন উভয় দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতেই এ ধরনের সফর হয়ে থাকে। ১৪ দলের সমাবেশের তারিখ পরিবর্তন ॥ সংশোধিত কর্মসূচী অনুযায়ী কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ঢাকা ও চুয়াডাঙ্গায় দুটি গণসমাবেশের আয়োজন করেছে। আজ রবিবার চুয়াডাঙ্গা এবং ৩১ অক্টোবর রাজধানীর মতিঝিলে ১৪ দলের এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গণসমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন। ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ গণসমাবেশ দুটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
×