ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা রডে জাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৭, ২৮ অক্টোবর ২০১৮

নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা রডে জাবি শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ধানম-িতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার রডের আঘাতে জাবির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার এক বন্ধু গুরুতর আহত হয়েছে। এদিকে ঢাবিতে মেট্রোরেল প্রকল্প নির্মাণ কাজের খোঁড়াখুঁড়ির সময় মাটি চাপায় তিন শ্রমিক আহত হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ধানম-িতে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে আসা লোহার রডের আঘাতে মাহমুদ বিন আশরাফ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বন্ধু ইখতেদার ইভান (২৩) নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করা হয়েছে। এদিকে শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মাহমুদ বিন আশরাফের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে হাসপাতালে ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। জানা গেছে, নিহত আশরাফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত ইফতেদার ইভান রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিহত আশরাফের বন্ধু মেহেদী হাসান জানান, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে ধানম-ির ৫/এ নম্বর সড়কের মেডিনোভা হাসপাতালের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তারা সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার বিস্ফোরণের আওয়াজ পান। ঠিক তখনই পাশের নির্মাণাধীন ভবনের একটি রড বন্ধু আশরাফ ও ইভান তাদের দু’জনের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আশরাফের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। আহত ইখতেদার ইভান জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এখনও চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। ধানমণ্ডি থানার এসআই গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে মেডিনোভার পাশের ফাঁকা রাস্তায় কয়েকজন ক্রিকেট খেলছিলেন। এ সময় পাশের নির্মাণাধীন একটি ভবন থেকে একটি লোহার রড ছিটকে এসে প্রথমে রাস্তার ওপর বিদ্যুতের ট্রান্সফরমারের ওপর পড়ায় সেটির বিস্ফোরণ ঘটে। এরপর রডটি অশরাফের ঘাড়ে। পাশে থাকা ইভানের শরীরে লাগে। গুরুতর আহত আশরাফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ইভানকে ধানম-ির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তিন শ্রমিক আহত ॥ মেট্রোরেল প্রকল্প নির্মাণ কাজের খোঁড়াখুঁড়ির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মাটি চাপায় তিন শ্রমিক আহত হয়েছে। আহতরা হচ্ছে, নান্নু মিয়া (৫৫), সেলিম (৪০) ও নজরুল ইসলাম (৪৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, টিএসসি এলাকায় মেট্রোরেল নির্মাণ কাজ চলছে। সেখানে শ্রমিকরা মাটি কাটতে কাটতে গর্ত গভীর হয়ে যায়। এসআই বাচ্চু মিয়া জানান, শনিবার দুপুর ১২টার দিকে গর্ত করার সময় পাশের মাটি ভেঙ্গে ওই শ্রমিকদের ওপর পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
×