ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দাঁতের দেয়াল

প্রকাশিত: ০৫:৪১, ২৮ অক্টোবর ২০১৮

দাঁতের দেয়াল

হ্যালোইন উৎসবের আর বেশি দিন নেই। যুক্তরাষ্ট্রের ভালদোস্তা শহরের এক বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যে কেউ একটু থমকে দাঁড়াচ্ছে। কারণ শহরটির একটি বাড়ির দেয়াল তৈরি করা হয়েছে দাঁত দিয়ে। এটি দেখে পথচারীরা মনে করছে যে, হ্যালোইন পালনে এ কাজ করা হয়েছে। আসলে কিন্তু তা নয়। মানুষের অন্তত এক হাজার দাঁত দিয়ে তৈরি করা হয়েছে এই দেয়াল। বাড়ির দেয়ালে মানুষের দাঁত কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে মঙ্গলবার গণমাধ্যমকর্মীরা বাড়িটিতে প্রবেশ করলে একজন জানান, এই বাড়ির স্বপ্নদ্রষ্টা ছিলেন দন্ত্য চিকিৎসক। তার কাছে যেসব রোগী আসত তিনি তাদের দাঁত তুলে যতœ করে রেখে দিতেন। তারপর দাঁত বিষয়ে সচেতনতা তৈরিতে তিনি তার বাড়ির এক দেয়ালে দাঁতগুলো প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। তার সেই ইচ্ছাপূরণে আমরা এই উদ্যোগ নেই। এখানে হ্যালোইন পালনের কোন কারণ নেই। -ডেইলি টাইমস অবলম্বনে।
×