ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যারিস্টার মইনুলের শাস্তি দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল ॥ কুশপুতুল দাহ

প্রকাশিত: ০৫:৪০, ২৮ অক্টোবর ২০১৮

ব্যারিস্টার মইনুলের শাস্তি দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল ॥ কুশপুতুল দাহ

জনকণ্ঠ ডেস্ক ॥ সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিভিন্ন সংগঠন। ঝিনাইদহে মইনুলের বিরুদ্ধে মানববন্ধন, ঝাড়ু মিছিল ও তার কুশপুতুল দাহ করেছে মহিলা আওয়ামী লীগ। এ ছাড়া বরিশালে সচেতন নারী সমাজ এবং ভালুকায় মহিলা আওয়ামী লীগ শনিবার মানববন্ধন করেছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলার প্রতিবাদে ঝিনাইদহে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ঝাড়ু মিছিল ও কুশপুতুল দাহ করেছে মহিলা আওয়ামী লীগ। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন শেষে সেখান থেকে এক ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। সেখানে ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুতুল দাহ করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম ও যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সালমা ইয়াসমিন প্রমুখ। ব্যারিস্টার মইনুল হোসেনের বক্তব্যের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নারী সমাজের আয়োজনে শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে এই কর্মসূচী পালিত হয়। মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক রওশন আরা বেগমের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন- বিসিসির কাউন্সিলর কোহিনুর বেগম, সদর উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, নারগিস জাহান, ফেরদৌস জাহান মুন্নি, কামরুন নহার রোজী, গায়েত্রি সরকার পাখি, রেশমি বেগম প্রমুখ। ভালুকা, ময়মনসিংহ ॥ ব্যারিস্টার মইনুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ডে পৌর মহিলা আওয়ামী লীগ মানববন্ধন করেছে। পৌর মহিলা লীগ নেত্রী ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিল্পব, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কাজিম উদ্দিন, পৌর মহিলা লীগ নেত্রী নীলিমা তাছলিমা মিলি, নাছিমা আক্তার আশা, ভালুকা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় নন্দী মানিক, উপজেলা তাঁতী লীগের সভাপতি কামরুজ্জামান, ভালুকা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন রাসেল, আজিজ ফকির ও হুমায়ুন কবির মুন্সী প্রমুখ।
×