ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রমিক সমাবেশ

আজ থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান

প্রকাশিত: ০৫:৩৫, ২৮ অক্টোবর ২০১৮

আজ থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ সদ্য জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮-এর কিছু ধারা বাতিল ও শ্রমিকদের ৮ দফা দাবি মেনে নিতে আজ ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাদিকুর রহমান হিরু এ ধর্মঘটের ডাক দেন। এ সময় সরকার সমর্থক এই পরিবহন সংগঠনের বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক সমাবেশে যোগ দেয়। নেতৃবৃন্দ জানান, রবিবার সকাল ৬টা থেকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু হবে। এতে অংশ নিতে সারাদেশে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান তারা। চলতি মাসের শুরুতে একই দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের অন্য একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ রেখেছিল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়। সমাবেশে বক্তারা বলেন, ফাঁসির আইন মাথায় নিয়ে আমরা সড়কে গাড়ি চালাতে পারব না। সরকারের বিভিন্ন দফতরে আমরা গিয়েছি। ঘোষিত ৮ দফা মেনে নিতে হবে। দাবি মানতেই ২ দিনের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এরপর দাবি মানা না হলে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দেয়া হবে।
×